ফেডেরারের ফ্যাশন নিয়ে তুলকালাম

দু’হাজার পনেরোর ফরাসি ওপেন শুরু হল রজার ফেডেরারের রাগ আর ফেড-এক্সের উপর রাগে! রোলাঁ গারোর ফিলিপ শাতিয়ের সেন্টার কোর্টে রবি-দুপুরে তেত্রিশের ফেডেরার তাঁর ৬২তম গ্র্যান্ড স্ল্যামে নামেন। এবং স্ট্রেট সেটে ৬-৩, ৬-৩, ৬-৪ হারান এমন এক ‘লাকি লুজার’-কে (কোয়ালিফায়ারদের এক জন সরে দাঁড়ানোয় পরাজিতদের মধ্যে যিনি মূলপর্বে খেলার সুযোগ পান), যাঁর বিরুদ্ধে পাঁচ বছর আগে উইম্বলডনে প্রথম রাউন্ডে রজার ০-২ সেট পিছিয়ে পড়ে কোনও রকমে পঞ্চম সেটে জিতেছিলেন!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৪:২৪
Share:

রোলাঁ গারোয় ‘উজ্জ্বল’ ফেডেরার।

দু’হাজার পনেরোর ফরাসি ওপেন শুরু হল রজার ফেডেরারের রাগ আর ফেড-এক্সের উপর রাগে!

Advertisement

রোলাঁ গারোর ফিলিপ শাতিয়ের সেন্টার কোর্টে রবি-দুপুরে তেত্রিশের ফেডেরার তাঁর ৬২তম গ্র্যান্ড স্ল্যামে নামেন। এবং স্ট্রেট সেটে ৬-৩, ৬-৩, ৬-৪ হারান এমন এক ‘লাকি লুজার’-কে (কোয়ালিফায়ারদের এক জন সরে দাঁড়ানোয় পরাজিতদের মধ্যে যিনি মূলপর্বে খেলার সুযোগ পান), যাঁর বিরুদ্ধে পাঁচ বছর আগে উইম্বলডনে প্রথম রাউন্ডে রজার ০-২ সেট পিছিয়ে পড়ে কোনও রকমে পঞ্চম সেটে জিতেছিলেন!

কিন্তু আজ বিশ্বের ১১১ নম্বর কলম্বিয়ান আলেজান্দ্রো ফালা নন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকার ম্যাচে প্রধান আলোচ্য বিষয় ছিল টেনিসের বাইরের ঘটনা!

Advertisement

প্রথমত কোর্টে প্রবেশ মাত্র দ্বিতীয় বাছাইয়ের পোষাক নিয়ে আলোড়ন পড়ে যায় গ্যালারির দর্শকদের থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট— সর্বত্র। এ কী পরে নেমেছেন সতেরো গ্র্যান্ড স্ল্যাম জয়ী! তেত্রিশের মহানায়ককে ক্যাটক্যাটে বেগুনি রঙের শার্ট আর ঝলমলে কমলা শর্টস পরে ফরাসি ওপেনে খেলতে দেখে প্রশ্ন ওঠে— রজারের এই টেনিস পোশাক কি তাঁর পাঁচ বছর বয়সি যমজ মেয়েদের বাছা? কেউ কেউ সঙ্গে ফোড়ন কাটেন— রোজ আর রিভা বড় হলে নিশ্চয়ই ওদের নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট এতটা খারাপ হবে না!

টুইটারে অনেক ফেডেরার-ভক্তও মন্তব্য করেন, ‘ফেডেরারকে দেখে মনে হচ্ছিল ‘কালারিং বুক’-এর শেষ কয়েকটা পাতা! যে পাতাগুলোয় পৌঁছনোর আগেই সব স্বাভাবিক রঙের ব্যবহার আপনার শেষ হয়ে যায়।’ কারও কারও আবার মনে হচ্ছে, এ বছরের ফরাসি ওপেনে ফেডেরারের নাইকি কিট যেন টাইমমেশিনে ১৯৮৭-র আন্দ্রে আগাসিকে এনে দাঁড় করিয়ে দিয়েছে রোলাঁ গারোয়!

পোশাক নিয়ে ভক্তদের উষ্মার পা‌শাপাশি স্বয়ং ফেডেরার আবার গরগরে তাঁর এক টিনএজার ভক্তের কোর্টের ভেতরের বাড়াবাড়িতে! ম্যাচ শেষে যে কিশোর নিরাপত্তারক্ষীদের এড়িয়ে সটান কোর্টে ঢুকে পড়ে ফেডেরারের সঙ্গে সেলফি তোলার উপক্রম করেছিল! বিরক্ত ফেডেরার যখন ছেলেটিকে বারবার এড়ানোর চেষ্টা করছিলেন, তখন পাশেই এক নিরাপত্তারক্ষী স্রেফ দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। যাতে আরও বিরক্ত ফেডেরার। ‘‘এই ঘটনা পরপর দু’দিন ঘটল। কাল প্র্যাকটিসেও হয়েছে। আশা করি তৃতীয়বার হবে না। তা হলেও বুঝলাম না সেন্টার কোর্টের নিরাপত্তাবেষ্টনী ভেঙে এ রকম দুদ্দাড় দর্শক প্লেয়ারের গায়ে এসে পড়ে কী করে? কোনও ভনিতা না করেই বলছি আমি বিরক্ত। কেননা তখন একটা গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ সবে শেষ করে উঠেছি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন