রোহিত শর্মা: ধবনের মতো তিনিও দ্বিতীয় ম্যাচে একেবারেই রান পাননি। তবে ধবন-রোহিত ওপেনিং জুটি ভাঙার রাস্তায় এখনই হাঁটতে চাইল না ম্যানেজমেন্ট।
শিখর ধবন: দ্বিতীয় ম্যাচে রান না পেলেও শিখরের ফর্মে ভরসা রাখল ভারতীয় শিবির।
মনীশ পাণ্ডে: ঘরোয়া মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা মনীশ অবশেষে শেষ ম্যাচে সুযোগ পেলেন।
শ্রেয়াস আইয়ার: গত ম্যাচে চার নম্বরে বিরাটের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন। তাই আর একটা সুযোগ দেওয়া হল তাঁকে।
বিরাট কোহালি: তিন নম্বরে অবশ্যই থাকছেন ক্যাপ্টেন কোহালি।
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে হার্দিক দলের সেরা অল রাউন্ডার। তাঁকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট।
মহেন্দ্র সিংহ ধোনি: শেষ ম্যাচের পর যথেষ্ট কাটাছেঁড়া হচ্ছে ধোনির ব্যাটিং নিয়ে। তাঁর পারফরম্যান্সে নজর থকবে মঙ্গলবারও।
ভুবনেশ্বর কুমার: এই বছর এক অসাধারণ কামব্যাক করেছেন ভুবি। দ্বিতীয় ম্যাচেও যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন তাঁর বোলিং গড় ছিল ৭.২৫।
কুলদীপ যাদব: গত ম্যাচে বল হাতে একেবারেই দাগ কাটতে পারেননি অক্ষর। ব্যাটেও রান পাননি। তাই তাঁর বদলে দলে এলেন ওয়ান ডে-তে সফল হওয়া কুলদীপ।
যশপ্রিত বুমরা: এই মুহূর্তে ভারতীয় বোলিংয়ের অন্যতম ফলা বুমরা। দ্বিতীয় ম্যাচে যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন বুমরা ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩।
যুজবেন্দ্র চাহাল: প্রথম ম্যাচে বল হাতে কামাল দেখালেও দ্বিতীয় ম্যাচে মুনরো মেশিনে পিষ্ট হয়েছেন তিনিও। তবে শেষ ম্যাচে তাঁর উপরে ভরসা রাখল ম্যানেজমেন্ট।