ইউরোর শেষ আটে পোল্যান্ড, ওয়েলস

কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেলেন রবার্ট লেভানডস্কি ও গ্যারেথ বেল। সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে উঠল পোল্যান্ড। নির্দিষ্ট সময় স্কোর ছিল ১-১। পোল্যান্ড প্রথমে এগিয়ে থাকলেও, জারদান শাকিরির স্বপ্নের ভলিতে সমতা ফেরায় সুইৎজারল্যান্ড।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৯:১৩
Share:

কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেলেন রবার্ট লেভানডস্কি ও গ্যারেথ বেল।

Advertisement

সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে উঠল পোল্যান্ড। নির্দিষ্ট সময় স্কোর ছিল ১-১। পোল্যান্ড প্রথমে এগিয়ে থাকলেও, জারদান শাকিরির স্বপ্নের ভলিতে সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। একস্ট্রা টাইমেও কোনও দল গোল পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে মিস করেন সুইৎজারল্যান্ডের গ্রানিত জাকা।

পাশাপাশি আবার ব্রিটিশ ডার্বিতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ হারাল ওয়েলস। প্রথমার্ধে দুই দল অনেক সুযোগ তৈরি করলেও গোল হয়নি। বিরতির পরে অবশ্য আরও ওপেন হয় খেলাটা। গ্যারেথ বেলের ক্রস ক্লিয়ার করতে না পেরে আত্মঘাতী গোল করেন গ্যারেথ ম্যাকআউলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement