Bidemi

জাল ভিসায় এ দেশে থাকার অপরাধে গ্রেফতার ময়দানের নামী ফুটবলার

কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিসের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কয়েক দিন আগেই হানা দেন নাইজেরীয় ফুটবলার বিদেমির মাদুরদহের ফ্ল্যাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৮:৩৬
Share:

মোহনবাগান, মহামেডানের মতো বড় দলে খেলেছেন বিদেমি। ফাইল ছবি।

জাল ভিসা দিয়ে ভারতে থাকতে গিয়ে ধরা পড়লেন এক সময় মহামেডান ও মোহনবাগানের হয়ে খেলা এক নাইজেরিয়ান ফুটবলার। মঙ্গলবার ড্যানিয়েল বিদেমি আয়েনি নামে ওই ফুটবলারকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।

Advertisement

কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিসের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কয়েক দিন আগেই হানা দেন নাইজেরীয় ফুটবলার বিদেমির মাদুরদহের ফ্ল্যাটে।পুলিশ সূত্রে খবর, তাঁকে ভিসা এবং অন্যান্য কাগজপত্র দেখাতে বলায় তিনি একটি ভিসা দেখান। সেই ভিসা ১০ জুন, ২০১৫ সালে ইস্যু করা হয়েছে। ভিসার মেয়াদ ৯ জুন ২০২০ পর্যন্ত।

পুলিশ সূত্রে খবর, ওই সময় বেদামির পাসপোর্ট ঘাঁটতে গিয়ে অন্য একটি ভিসার হদিশ পাওয়া যায়। সেখানে দেখা যায় রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক যুগ্ম সচিবের সই করা একটি ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতিপত্র। সেই চিঠি অনুসারে ১৯ জুন, ২০১৫ থেকে এক বছর ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। ওই চিঠি দেখে সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীরা রাজ্য স্বরাষ্ট্র দফতরে মেল করে বিষয়টি জানতে চান। সেখান থেকে জানা যায় যে ওই চিঠি ইস্যু করা হয়েছিল। তবে তা বিদেমির পাসপোর্টের জন্য নয়। অন্য কারওর জন্য। অর্থাৎ বিদেমি ওই নথি জাল করেছিলেন।

Advertisement

খেলার রকমারি কুইজ

আরও পড়ুন: একদিনের ক্রিকেটে ৫০০তম জয়! দলকে অভিনন্দন জানালেন শাস্ত্রী​

আরও পড়ুন: নিজের শহরে ওয়ানডে খেলতে রাঁচি পৌঁছলেন ধোনি, দেখুন ভিডিয়ো​

এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর জাল ভিসা ব্যবহার করে ২৩ জুন, ২০১৫ ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগোস যান। সেখানে গিয়ে ফের ভিসার আবেদন করে নতুন করে ভিসা বানান।”

নথি জাল করে বেআইনি ভাবে মেয়াদের অতিরিক্ত এ দেশে থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। মহামেডান ও মোহনবাগান ছাড়াও বিভিন্ন সময়ে শিলং লাজং, স্পোর্টিং ক্লুব ডি গোয়ার মতো একাধিক ক্লাবের হয়ে আই লিগে খেলেছেন তিনি। ২০১৬ মরসুমে মোহনবাগানের হয়ে কলকাতা লিগে খেলেছিলেন বিদেমি। ২০১৮ মরসুমেও টালিগঞ্জ অগ্রগামীর হয়ে কলকাতা লিগে দেখা গিয়েছিল তাঁকে।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন