Kabaddi

পুলিশকে পিটিয়ে খুনের অভিযোগ আট কবাডি খেলোয়াড়ের বিরুদ্ধে, গ্রেফতার চার

পুলিশকর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হল চার কবাডি খেলোয়াড়কে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বর্নালে। আরও চার কবাডি খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৯:১৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুলিশকর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হল চার কবাডি খেলোয়াড়কে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বর্নালে। আরও চার কবাডি খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বর্নালের ২২ একর মার্কেটের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আট কবাডি খেলোয়াড় স্থানীয় একটি বারে বসে মদ্যপান করছিল। সেখানে হোটেলের এক কর্মীর সঙ্গে বিল মেটানো নিয়ে ঝামেলায় জড়ায় তারা। সেই কর্মীকে মারধর করা হয়।

সেই রেস্তোরাঁ থেকে ফোন পাওয়ার পর দুই সহকর্মীকে নিয়ে সেখানে পৌঁছন ইনস্পেক্টর বলজিৎ সিংহ ধিলোঁ। সঙ্গে ছিলেন কনস্টেবল দর্শন সিংহ। কবাডি খেলোয়াড়েরা পুলিশের সঙ্গে ঝামেলা করে। দর্শনকে প্রচণ্ড মারধর করা হয়। তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করার সময়েই মারা যান তিনি।

Advertisement

পুলিশ চার জনের নাম প্রকাশ করেছে। তারা হল টিকরিওয়ালার পরমজিৎ সিংহ, রায়সরের যুগরাজ সিংহ, আমলা সিংহওয়ালার বলজিৎ সিংহ এবং চিমা গ্রামের গুরমিত সিংহ। চার জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সঙ্গে থাকা আরও চার কবাডি খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিহত কনস্টেবল পরিবারের উদ্দেশে ২ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন। ১ কোটি টাকা দেবে রাজ্য সরকার। ১ কোটি টাকা দেবে একটি বেসরকারি ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন