Chess World Cup

দাবা বিশ্বকাপে টাইব্রেকারে জিতে শেষ চারে প্রজ্ঞা

দুই তারকার মধ্যে প্রথম দু’টি গেম চলে ২৫ মিনিট পর্যন্ত। সেই দু’টি গেমই ড্র হয়। তৃতীয় গেম শেষ হয় ১০ মিনিট ১০ সেকেন্ডে। সেই গেমটি জেতেন প্রজ্ঞানন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ০৭:০২
Share:

সফল: শেষ চারে যাওয়ার পথে প্রজ্ঞানন্দ। বৃহস্পতিবার। ছবি: টুইটার।

দাবা বিশ্বকাপে অর্জুন এরিগাইসিকে হারিয়ে শেষ চারে চলে গেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। টাই ব্রেকারে অর্জুনকে হারান ভারতের অন্যতম প্রতিভাবান দাবাড়ু। অর্জুনকে হারানোর ফলে ২০২৪ ক্যান্ডি়ডেটস প্রতিযোগিতায় সুযোগ পেয়ে গেলেন প্রজ্ঞানন্দ। সেই প্রতিযোগিতায় যদিও খেলতে দেখা যাবে না ম্যাগনাস কার্লসেনকে। বৃহস্পতিবারই তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর ভক্তেরা যেন হতাশ না হন।

Advertisement

দুই তারকার মধ্যে প্রথম দু’টি গেম চলে ২৫ মিনিট পর্যন্ত। সেই দু’টি গেমই ড্র হয়। তৃতীয় গেম শেষ হয় ১০ মিনিট ১০ সেকেন্ডে। সেই গেমটি জেতেন প্রজ্ঞানন্দ। চতুর্থ গেমে ফিরে আসেন অর্জুন। পঞ্চম গেমে আবারও এগিয়ে যান প্রজ্ঞানন্দ। ষষ্ঠ গেম জিতে ম্যাচ সাডেন ডেথ-এ নিয়ে যান অর্জুন। সেখানে যদিও প্রজ্ঞানন্দকে হারাতে ব্যর্থ হন তিনি।

শেষ চারে প্রজ্ঞানন্দ খেলবেন ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে। এ দিন ৯৪টি চালের মধ্যেই কারুয়ানা হারিয়েছেন লেইনিয়ের ডমিংগেজ়কে।

Advertisement

ভারতের আরও এক প্রতিশ্রুতিমান দাবাড়ু ডি গুকেশ হেরেছেন কার্লসেনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেননি তিনি। ভারতীয় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা গুকেশের প্রশংসা করেছিলেন বিশ্বনাথন আনন্দ। কিন্তু বিশ্বকাপের শেষ আটেই থেমে যেতে হল তাঁকে।

মেয়েদের বিভাগে ফাইনালে চলে গেলেন বুলগেরিয়ার নুরগিয়েল সালিমোভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন