চেন্নাইয়ে পাঁচ উইকেট প্রজ্ঞানের

জাতীয় দলে ফেরার ব্যাপারে ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচটা বেশ ভাল যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তনদের। প্রথম দিন রান পেয়েছিলেন দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল। যার চব্বিশ ঘণ্টা পরেই শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে ডাক পান তাঁরা। আর এ দিন, ম্যাচের তৃতীয় দিন পাঁচ উইকেট তুলে নিলেন প্রজ্ঞান ওঝা।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:০৪
Share:

জাতীয় দলে ফেরার ব্যাপারে ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচটা বেশ ভাল যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তনদের। প্রথম দিন রান পেয়েছিলেন দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল। যার চব্বিশ ঘণ্টা পরেই শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে ডাক পান তাঁরা। আর এ দিন, ম্যাচের তৃতীয় দিন পাঁচ উইকেট তুলে নিলেন প্রজ্ঞান ওঝা।

Advertisement

আসন্ন ঘরোয়া মরসুমে বাংলা দলে যোগ দিতে চলা বাঁ-হাতি স্পিনারের পাঁচ উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়া ‘এ’কে ২৮৬ রানে অল আউট করে দেয় চেতেশ্বর পূজারার ভারত। তৃতীয় দিনের শেষে তারা ১২১-৩, এগিয়ে ১৫৪ রানে। পরে অবশ্য প্রজ্ঞান চোট পাওয়ায় তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে যেতে হয়। আঠারো মাস পর ক্রিকেটে ফিরে ৫-৮৫ বোলিং গড় নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন প্রজ্ঞান। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় চেন্নাইয়ের স্পোর্টস সায়েন্স সেন্টারে পরীক্ষা হয় তাঁর। নতুন অ্যাকশন নিয়ে এখন বল করছেন তিনি। এ দিন প্রজ্ঞান বলেন, ‘‘ছ’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমার যা অবস্থা হয়েছিল, সেটা যেন অন্য কারও না হয়। এখন শুধু এ টিম নিয়ে ভাবছি। শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলাম না বলে হতাশ নই।’’

প্রজ্ঞান ছাড়া অমিত মিশ্রও সফল (৩-৫৫)। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল (২৯) তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে টিমকে টানেন অভিনব মুকুন্দ (৪০) ও পূজারা (৪২)। দিনের শেষে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার (৪) ও করুণ নায়ার (৪)। আজ, শনিবার ম্যাচের শেষ দিন। সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে খেলবেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন