—ফাইল চিত্র।
টেনিসকে আরও উত্তেজক করার জন্য কী কী করা উচিত? দাওয়াই দিচ্ছেন স্বয়ং জন ম্যাকেনরো। উইম্বলডন শুরুর আগে এক সাংবাদিক সম্মেলনে ম্যাকেনরো বলেছেন, ‘‘লাইন্সম্যানের কী দরকার টেনিসে? প্লেয়াররাই লাইন কল করুক না। তা হলে উত্তেজনা বাড়বে। তা ছাড়া প্লেয়ারদের একে অন্যকে গালিগালাজ করার অনুমতিটাও দেওয়া হোক। তা হলে দেখবেন, মজাটা কী হয়। আগে যেমন হত আমার আর কোনর্সের মধ্যে।’’ ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের ফর্মুলাও উঠিয়ে দেওয়ার পক্ষে প্রাক্তন টেনিস কিংবদন্তি।