South Africa vs India

ফের জয় চায় ভারত, পাল্টা দিতে তৈরি দক্ষিণ আফ্রিকা

ভারতীয় দল তৃতীয় ওডিআইতে নামার আগে খোশমেজাজে থাকলেও মোটেও ভাল অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা। চোট আঘাতে জর্জরিত প্রোটিয়া বাহিনী দল সাজাতেই এখন নাজেহাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৯
Share:

কেপটাউনেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারত। ছবি: এএফপি।

প্রথম দু’টি ম্যাচে দুর্ধর্ষ জয়ের পর বুধবার কেপটাউনে তৃতীয় ওডিআইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারত।

Advertisement

পর পর দু’টি ম্যাচ জেতায় এমনিতেই খোশমেজাজে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ হারের পর তৈরি হওয়া গুমোটে ভাবটাও যেন হঠাৎই উবে গিয়েছে। এই ছন্দকে বজায় রাখতে বুধবার তৃতীয় ওডিআই ম্যাচে দলে কোনও পরিবর্তন আনতে নারাজ টিম ম্যানেজমেন্ট। প্রথম দু’টি ওডিআই খেলা দলকেই তৃতীয় ওয়ান ডে তে মাঠে নামাতে চায় ভারত।

তবে, ভারতের এই জয়ের নেপথ্যে ব্যাটসম্যানদের তুলনায় অপেক্ষাকৃত বেশি অবদান আছে বোলারদের। দক্ষিণ আফ্রিকার উইকেট পেস সহায়ক হিসেবে বরাবরই পরিচিত। কিন্তু পেস সহায়ক উইকেটে যে ভাবে কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালরা স্পিনের জাল বুনছেন তাতে প্রতি ম্যাচেই নাস্তনাবুদ হতে হচ্ছে মার্করাম-আমলাদের।

Advertisement

এ বিষয়ে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শিখর ধবন বলেন, “স্পিনাররা যে ভাবে পারফর্ম করছে তা এক কথায় অনবদ্য। রিস্ট স্পিনাররা ফ্ল্যাট উইকেটেও টার্ন করাচ্ছে। অনেক বিদেশি দল এর সঙ্গে এখনও মানিয়ে উঠতে পারেনি।”

আরও পড়ুন: ‘প্যাডম্যান’ চ্যালেঞ্জ নিলেন রবি শাস্ত্রী

অন্য দিকে, ভারতীয় দল তৃতীয় ওডিআইতে নামার আগে খোশমেজাজে থাকলেও মোটেও ভাল অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা। চোট আঘাতে জর্জরিত প্রোটিয়া বাহিনী দল সাজাতেই এখন নাজেহাল। তবে, চোট আঘাতের সমস্যা থাকলেও বুধবার কেপটাউন ওডিআই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে তৈরি এইডেন মার্করামের দল।

টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দলে দু’টি পরিবর্তন আসতে পারে বুধবারের ম্যাচে। কুইন্টন ডি ককের পরিবর্তে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের বরুদ্ধে মাঠে নামতে পারেন হেনরিচ ক্লাসেন এবং ডেভিড মিলারের পরিবর্তে ফিরতে পারেন ফারহান বাহারদিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন