Pritam Kotal

কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশি ফুটবলারের দায়িত্ব নিলেন প্রীতম কোটাল

এখনও বাড়ি ফেরা নিয়ে চিন্তায় নাবিব। বুধবার এপ্রিল তাঁর বাড়ি ফেরার টিকিট কাটা থাকলেও করোনার কারণে লকডাউন বেড়ে যাওয়ায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় ‍রয়েছেন তিনি।

Advertisement

জাগৃক দে

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ০১:৫৮
Share:

নাবিব নেওয়াজ ও প্রীতম কোটাল ফাইল চিত্র

হাঁটুর চোটের চিকিৎসা করাতে কলকাতা এসেছেন বাংলাদেশের স্ট্রাইকার নাবিব নেওয়াজ। শনিবার কলকাতার এক হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। নাবিবের চিকিৎসার সব কিছুই দেখছেন ভারতের জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটাল। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে রয়েছেন তিনি।

Advertisement

প্রীতমের এই আচরণে মুগ্ধ নাবিব। তিনি বলেন, ‘‘আমি কলকাতায় কাউকেই চিনি না। শুরু থেকেই প্রীতম আমার খেয়াল রেখেছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি অস্ত্রোপচারের দিন ও তার পরের দিনও আমার সঙ্গে দেখা করে গিয়েছে।’’

প্রীতম বলেন, ‘‘যে দেশেরই ফুটবলারই হোক, আগে তো ও একজন মানুষ। তাই সাহায্য করার আগে দুবার ভাবিনি। ১৩ এপ্রিল ও একাই আসে কলকাতায়। আমি যোগাযোগ করে দিই ডাক্তারদের সঙ্গে। বাংলাদেশের আরেকজন ফুটবলার রায়ানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। ওর মাধ্যমেই নাবিব যোগাযোগ করে।’’

Advertisement

তবে এখনও বাড়ি ফেরা নিয়ে চিন্তায় নাবিব। বুধবার তাঁর বাড়ি ফেরার টিকিট কাটা থাকলেও করোনার কারণে লকডাউন বেড়ে যাওয়ায় ঢাকায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নাবিব বলেন, ‘‘আমার বুধবার টিকিট কাটা রয়েছে। কিন্তু শুনলাম লকডাউন এক সপ্তাহ বাড়বে। এখন কী ভাবে দেশে ফিরব তা বুঝতে পারছি না।’’

তবে নাবিবের দেশে ফেরার দায়িত্বও নিচ্ছেন প্রীতম। তিনি বলেন, ‘‘বুধবার ওর ফেরার কথা থাকলেও ঢাকাতে লকডাউন থাকায় ও ফিরতে পারছে না। দেখি কীভাবে নাবিবকে ওর দেশে ফেরান যায়। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন