পৃথ্বী ও হনুমার সামনে খুলে গেল ভারতীয় দলের দরজা

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। করেছেন ১৪১৮ রান। ভারতীয় ‘এ’ দলের হয়েও দুরন্ত পারফর্ম করেছে পৃথ্বী ও হনুমার জুটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ০৫:২৭
Share:

তৃতীয় ওপেনার হিসেবে পৃথ্বীকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। ছবি: পিটিআই।

টেস্ট দল থেকে আপাতত ব্রাত্য হয়ে গেলেন মুরলী বিজয়। এ বার ইংল্যান্ড সফর থেকে ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। অন্য দিকে, ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ-এর টেস্ট খেলার সম্ভাবনা এ বার আরও উজ্জ্বল। বিজয়ের জায়গায় তৃতীয় ওপেনার হিসেবে পৃথ্বীকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে।

Advertisement

সুযোগ পেয়েছেন হনুমা বিহারিও। চায়নাম্যান কুলদীপ যাদবের জায়গায় অন্ধ্রপ্রদেশের ব্যাটসম্যানকে নিয়ে যাওয়া হচ্ছে শেষ দু’টি টেস্টের জন্য। কারণ ইংল্যান্ডের পরিবেশে কোনও ভাবেই দুই স্পিনারে খেলার সম্ভাবনা দেখছে না বিরাট কোহালির দল।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। করেছেন ১৪১৮ রান। ভারতীয় ‘এ’ দলের হয়েও দুরন্ত পারফর্ম করেছে পৃথ্বী ও হনুমার জুটি।

Advertisement

ভারতীয় ‘এ’ দলের হয়েও দুরন্ত পারফর্ম করেছেন হনুমা। ছবি: পিটিআই।

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই বিজয়ের শূন্য রানে আউট হওয়া দরজা খুলে দিয়েছে পৃথ্বীর জন্য। হনুমা ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৬০ রানের উপরে গড় রেখেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ৫৪ ও ১৪৮ রান করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন