অক্ষয় কুমার গাইবেন জাতীয় সঙ্গীত, প্রো কবাডির উদ্বোধনে আজ হয়তো সচিন থেকে গোপী

ট্রফি জিতে আসবো, শপথ বঙ্গ অধিনায়কের

শুক্রবার প্রথম ম্যাচে তেলুগু টাইটান্স-এর প্রতিপক্ষ তামিল থালাইভাস। যে দলের অন্যতম মালিক আবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

হায়দরাবাদ শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ০৪:০৭
Share:

মহড়া: প্রো-কবাডি ট্রফি নিয়ে বারো দলের অধিনায়ক। ছবি: পিটিআই

এম এল জয়সীমা, মহম্মদ আজহারউদ্দিন, ভি ভি এস লক্ষ্মণরা এক সময় ছিলেন। বর্তমানে নিজামের শহরে মুখ হয়ে উঠেছেন সানিয়া মির্জা থেকে পুল্লেলা গোপীচন্দ, সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধু, বি সাই প্রণীতরা।

Advertisement

কিন্তু সেখানে কোনও এক রাহুল চৌধুরি যে বেড়ে উঠেছেন, তা কে জানত! বৃহস্পতিবার দুপুরে সানিয়া, সিন্ধুদের শহরে পা দিয়ে জানা গেল আগামী তিন মাসের জন্য হায়দরাবাদের মুখ আপাতত এই রাহুল। শুক্রবার থেকেই শুরু হচ্ছে প্রো-কবাডি লিগের পঞ্চম সংস্করণ। যার ঝলমলে উদ্বোধন হবে আজ, শুক্রবার রাতে। আর সেই টুর্নামেন্টে, বিরিয়ানির শহরের ‘পোস্টার বয়’, স্থানীয় টিম তেলুগু টাইটান্সের অধিনায়ক রাহুল চৌধুরি। এ দিন বিকেলে গাচ্চিবৌলি-র সাত তারা হোটেলে সাংবাদিক সম্মেলন করতে এসে তাঁর হুঙ্কার, ‘‘বাঁচকে রহেনা। যে সামনে আসবে তাঁকেই দুমড়ে মুচড়ে দেব।’’

শুক্রবার প্রথম ম্যাচে তেলুগু টাইটান্স-এর প্রতিপক্ষ তামিল থালাইভাস। যে দলের অন্যতম মালিক আবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। রাহুলের জবাবে সচিনের দলের অধিনায়ক বলে দিলেন, ‘‘লিটল মাস্টার এক সপ্তাহ আগেই আমাদের জার্সি উদ্বোধনে এসেছিলেন। শিখিয়ে দিয়ে গিয়েছেন, কী ভাবে এ ধরনের হুঙ্কারের মোকাবিলা করতে হয়। ম্যাটেই দেখবেন আমাদের তেজ কতটা।’’

Advertisement

গত বছর পর্যন্ত ছিল আট দলের লিগ। এ বার তা হয়ে গিয়েছে বারো দলের। আগামী তিন মাসে কলকাতা, মুম্বই, দিল্লি-সহ বারোটি শহরে ১৩৮ টি ম্যাচের পর চ্যাম্পিয়নের তাজ কোন শহরের মাথায় থাকবে তারই পরীক্ষা শুরু শুক্রবার থেকে।

আরও পড়ুন: দেশে ফিরে আপ্লুত মিতালি

যেখানে তারকার হাট বসতে চলেছে শুক্রবার রাতে। গাচ্চিবৌলির সেই ইন্ডোর স্টেডিয়ামে তা দেখতে চব্বিশ ঘণ্টা আগেই সাড়ে পাঁচ হাজার আসনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যেখানে জাতীয় সঙ্গীত গেয়ে টুর্নামেন্টের সূচনা করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। নিজের টিমের খেলা দেখতে উড়ে আসার কথা সচিন তেন্ডুলকরেরও। প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে দুপুরেই শহরে চলে আসবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। তিনিও থাকবেন প্রবল ভাবে। দুই ছাত্র কিদম্বি শ্রীকান্ত, বি সাই প্রণীতদের নিয়ে হাজির থাকবেন গুরু গোপীচন্দও।

যা জেনে এ দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাজির বারো দলের অধিনায়কের সবার চোখেমুখেই উল্লাস। টুর্নামেন্টে কলকাতার চ্যালেঞ্জ ‘বেঙ্গল ওয়ারিয়র্স’ অধিনায়ক সুরজিৎ সিংহ তো বলেই দিলেন, ‘‘শুনছি অক্ষয় আমাদের টিমের অন্যতম মালিক হতে পারেন। বলিউডের সবচেয়ে ফিট ব্যক্তিত্ব। চেষ্টা করব আমার ছেলেদের সামনে ওঁকে কিছু বলানোর। যাতে টিমটা শুরু থেকেই চাঙ্গা থাকে।’’

ফুটবল, ক্রিকেটে আইএসএল-আইপিএল ট্রফি জিতলেও এখনও পর্যন্ত প্রো-কবাডি ট্রফি আসেনি বাংলায়। এ দিন সে কথা উঠতেই সুরজিৎ বলেন, ‘‘আমরা ট্রফি নিয়েই ফিরতে চাই। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়েছি। ট্রফি নিয়ে তিন মাস পরে কলকাতা ফিরলে বড়সড় সংবর্ধনা চাই।’’ যা শুনে বঙ্গ অধিনায়ককে পাল্টা চিমটি কেটে গেলেন জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অধিনায়ক মনজিৎ চিল্লার। বলে গেলেন, ‘‘আনজার আলি, বিশ্বজিৎ পালিত, রমা সরকাররা যে রাজ্যের কবাডি খেলোয়াড়, তাঁরা চ্যাম্পিয়ন হতে পারে না কেন? কলকাতার ছেলেদের পড়াশোনার পাশে খেলতেও বলো।’’ যা শুনে বঙ্গযোদ্ধাদের ফৌজি নেতা সুরজিৎ ‘থাই ফাইভ’ করে বলছেন, ‘‘এই বছরের পরে আর যাতে এই কথাটা বলতে না পারো, তা এ বার বুঝিয়ে ছাড়ব।’’

মোদ্দা কথা, ঢাকে কাঠি পড়ার আগেই হুঙ্কার, রসিকতায় জমে গিয়েছে প্রো-কবাডি সিজন ফাইভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন