Cricket

জিতলেই সিরিজ জয়, আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ

প্রথম এক দিনের ম্যাচ হেলায় জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে শনিবার লন্ডনে নামছে টিম কোহালি। ছেড়ে কথা বলবে না ইংল্যান্ডও। সব মিলিয়ে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় এক দিনের ম্যাচে কেমন দল নামাতে পারেন বিরাট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১০:১২
Share:
০১ ১২

প্রথম এক দিনের ম্যাচ হেলায় জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে শনিবার লন্ডনে নামছে টিম কোহালি। ছেড়ে কথা বলবে না ইংল্যান্ডও। সব মিলিয়ে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় এক দিনের ম্যাচে কেমন দল নামাতে পারেন বিরাট। দেখে নেওয়া যাক। ছবি: গেটি ইমেজেস।

০২ ১২

শিখর ধওয়ন: এই মুহূর্তে অন্যতম ভরসার ওপেনার। প্রথম ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আজকের ম্যাচে তার উপর অবশ্যই গুরুদায়িত্ব থাকবে।

Advertisement
০৩ ১২

রোহিত শর্মা: শেষ টি২০, প্রথম এক দিনের ম্যাচে পর পর সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ভয়ঙ্কর ফর্মে। স্বাভাবিক ভাবে আজকের ম্যাচেও রোহিত বড় ফ্যাক্টর হতে চলেছেন। প্রথমে ব্যাট করলে বড় রান তোলার জন্য বা রান তাড়া করার জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।

০৪ ১২

বিরাট কোহালি: অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। পছন্দের তিন নম্বরেই নামবেন তিনি। আগের ম্যাচে রান পেয়েছেন। আজও তার রান পাওয়া জরুরি।

০৫ ১২

লোকেশ রাহুল: ফর্মে থাকা রাহুল চার নম্বরে নামবেন বলেই দলের তরফে আপাতত জানানো হয়েছে। আইপিএল থেকেই ধারাবাহিক ভাবে ভাল খেলে আসছেন তিনি।

০৬ ১২

এমএস ধোনি: পাঁচ নম্বরে থাকছেন ‘ক্যাপ্টেন কুল’। তিনি এখনও কতটা অপরিহার্য তা বুঝিয়েছেন বারবার। আজ একাধিক রেকর্ডের সামনেও দাঁড়িয়ে থাকবেন ধোনি।

০৭ ১২

সুরেশ রায়না: আগের ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বল করেছেন। আজও অলরাউন্ডার সুরেশ দলের পক্ষে কার্যকর হয়ে উঠতে পারেন।

০৮ ১২

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হার্দিক কেবল দ্রুত রান তুলেতে পারেন তা নয়, বোলিং হাতটাও বেশ। বাড়তি পাওনা তাঁর ফিল্ডিং। শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা কার্যকর হতে পারে।

০৯ ১২

কুলদীপ যাদব: শেষ ম্যাচে ভয়ঙ্কর বল করেছেন। আজও কুলদীপ ইংল্যান্ডের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। বাঁ হাতি কুলদীপকে সামলানো বড় চ্যালেঞ্জ বাটলারদের কাছে।

১০ ১২

যুজবেন্দ্র চহাল: কুল-চা জুটি আগের ম্যাচেই কামাল দেখিয়েছে। তাঁদের আঁটোসাঁটো বোলিংয়ে নাস্তানাবুদ হতে হয়েছে রুটদের। আজকের ম্যাচে এই জুটির অন্যতম চহালের দিকে নজর থাকবে।

১১ ১২

ভুবনেশ্বর কুমার: চোটের জন্য গত ম্যাচে খেলতে পারেননি। তবে টিম সূত্রে খবর, আজকে বল করতে দেখা যাবে তাঁকে। অনুশীলনেও দেখা গিয়েছে ভারতীয় দলের অন্যতম ভরসার এই সিমারটিকে।

১২ ১২

উমেশ যাদব: আগের ম্যাচে তেমন নজরকাড়া কিছু করতে পারেননি। দুই উইকেট পেলেও অনেক রান খরচ করেছেন। ভাল পারফর্ম না করতে পারলে ভাগ্য খুলতে পারে সিদ্ধার্থ কলের মতো নবাগতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement