চ্যাম্পিয়ন্স লিগ

ইব্রা একাই ছিটকে দিলেন চেলসিকে

একটা গোলের পাস। একটা গোল। জ্লাটান ইব্রাহিমোভিচের কাছে গড়পরতা আরও পাঁচটা রাতের মতোই গেল। তবে নিটফলটা বিরাট। চেলসিকে ছিটকে দিয়ে তাঁর প্যারিস সাঁ জাঁ-র চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে উঠে পড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:৪৯
Share:

ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষ করেই ভক্তদের ছুড়ে দিলেন জার্সি।

একটা গোলের পাস। একটা গোল। জ্লাটান ইব্রাহিমোভিচের কাছে গড়পরতা আরও পাঁচটা রাতের মতোই গেল। তবে নিটফলটা বিরাট। চেলসিকে ছিটকে দিয়ে তাঁর প্যারিস সাঁ জাঁ-র চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে উঠে পড়া।

Advertisement

গত বারের রাগটা হয়তো তাঁর গত রাতেও কমেনি। স্ট্যামফোর্ড ব্রিজে লাল কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল এক বছর আগে। দলের জয় ড্রেসিংরুমে বসেই দেখতে হয়েছিল। এ বার মাঠে থেকেই রাগটা মেটালেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ল়ড়াইয়ে চেলসিকে ২-১ (দু’পর্ব মিলিয়ে ৪-২) হারাল ইব্রার প্যারিস। যত বয়স বাড়ছে ততই গোলের সামনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন ইব্রা। চেলসি যখন ঘরের মাঠে দিয়েগো কোস্তার গোলে ১-১ করেছে, আর একটা গোল দিলেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে, তখনই দ্বিতীয়ার্ধে ইব্রাহিমোভিচের গোলেই প্যারিস জয় নিশ্চিত করে।

ইতালীয় সেরি এ। লা লিগা। ক্লাব ওয়ার্ল্ড কাপ। স্প্যানিশ সুপার কাপ। ফরাসি লিগ। ডাচ লিগ। সব কিছুই আছে ইব্রার। নেই শুধু চ্যাম্পিয়ন্স লিগ। তবে এ বার প্যারিসের সঙ্গেই হয়তো সেই খরা কাটাবে ইব্রা, এমনটাই মনে করছেন প্যারিস কোচ লরা ব্লাঁ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলে দেন ,‘‘ইব্রাহিমোভিচ আত্মবিশ্বাসী। ওকে আলাদা করে আত্মবিশ্বাস দেওয়ার কিছু নেই। ও গোটা মরসুমে যেমন পারফরম্যান্স দিচ্ছে এ দিনও সেটাই দিল। আসল গোলটা করল।’’

Advertisement

দিয়েগো কোস্তা বসে যাওয়ার পরে চেলসিও যেন জয়ের হাল ছেড়ে দেয়। উইলিয়ান, ট্রাওরেরা সুযোগও খুব বেশি তৈরি করতে পারলেন কোথায়। ব্লাঁ এক প্রকার অবাক। ফরাসি কোচ আশা করেছিলেন, ঘরের মাঠে অন্তত চেলসি খুব বড় চ্যালেঞ্জ দেবে। ‘‘আমি অবাক হয়ে গেলাম কত সহজে ম্যাচটা জিতলাম। ভাবতেই পারিনি অ্যাওয়ে ম্যাচেও এত বড় জয় পাব,’’ বলছেন ব্লাঁ।

চেলসি হারলেও এগারো জন ফুটবলারের মধ্যে খলনায়ক বানানো হয় এডেন হ্যাজার্ডকে। যিনি হাফটাইমেই ড্রেসিংরুমে যাওয়ার সময় জার্সি অদলবদল করেন সাঁ জাঁর অ্যাঞ্জেল দি’মারিয়ার সঙ্গে। প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রয় কিন তুলোধোনা করে ছেড়েছেন হ্যাজার্ডকে। ‘‘এত বড় ম্যাচে হাফটাইমে জার্সি বদল করছে বিপক্ষের সঙ্গে! দেখে বিশ্বাসই হয় না। আমি হলে তো ম্যাচ শেষেও জার্সি অদলবদল করতাম না।’’ যদিও সতীর্থের পাশে দাড়িয়ে চেলসি ডিফেন্ডার বইভানোভিচ বলছেন, ‘‘হ্যাজার্ড চেলসিতেই থাকতে চায়। ও চোট নিয়ে ম্যাচটা শুরু করেছিল। তাতেও ভাল খেলেছে গোটা ম্যাচে।’’ যদিও ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে হ্যাজার্ডের মন পড়ে রয়েছে রিয়াল মাদ্রিদে। গত রাতে অন্য ম্যাচে জেনিথকে ২-১ (দু’পর্বে ৩-১) হারিয়ে শেষ আটে উঠল বেনফিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন