Bizarre Leave Application

‘প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ছুটি চাই’, কর্মীর ইমেল পেয়ে হতবাক ম্যানেজার! আবেদন মঞ্জুর হল? ভাইরাল পোস্টে হইচই

লিঙ্কডইনের ওই পোস্টটি করা হয়েছে মঙ্গলবার। সেই পোস্ট অনুযায়ী, এক জন তরুণ কর্মী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন তাঁর ম্যানেজারের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২
Share:

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ছুটি চাই। ম্যানেজারকে ইমেল করে তেমনটাই আবেদন করলেন এক তরুণ কর্মী! তবে সেই ইমেলের উত্তরে ম্যানেজার যা লিখলেন, সেটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। পুরো ঘটনাটি সমাজমাধ্যম লিঙ্কডইনে প্রকাশ্যে এনেছেন ওই ম্যানেজারই। ভাইরাল হয়েছে পোস্টটি। কর্মসংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি কর্মীদের ছুটির অনুরোধগুলি কী ভাবে আরও স্বচ্ছ হয়ে উঠছে তা নিয়ে আলোচনা শুরু করেছেন নেটাগরিকেরা। কিন্তু এ ধরনের কারণে ছুটি নেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিঙ্কডইনের ওই পোস্টটি করা হয়েছে মঙ্গলবার। সেই পোস্ট অনুযায়ী, এক তরুণ কর্মী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন তাঁর ম্যানেজারের কাছে। জানিয়েছিলেন, তাঁর প্রেমিকা ১৭ ডিসেম্বর বাড়ি চলে যাচ্ছেন। জানুয়ারি মাসের আগে ফিরবেন না। তাই যাওয়ার আগে প্রেমিকার সঙ্গে কিছু সময় কাটাতে চান তিনি। আর সে কারণেই ম্যানেজারের কাছে এক দিনের ছুটি চান তরুণ।

প্রথমে ইমেলে ছুটির সেই আবেদন দেখে অবাক হয়ে যান ম্যানেজার। তবে পরে সেই ছুটি মঞ্জুর করেন। লিঙ্কডইনে ওই ম্যানেজার লিখেছেন, ‘‘আমি সম্প্রতি এই ইমেল পেয়েছি। দশ বছর আগে যদি হত, তা হলে আমি হঠাৎ সকালে ‘অসুস্থতার কারণে ছুটি’ চাই বলে ওই কর্মীর মেল পেতাম। এখনকার কর্মীরা তাঁদের ছুটির কারণগুলি স্পষ্ট ভাবে জানাচ্ছেন। সময় বদলে যাচ্ছে এবং সত্যি বলতে আমারও এটা ভাল লাগছে। প্রেমকে কে না বলতে পারে? ছুটি অনুমোদিত।’’

Advertisement

ম্যানেজারের সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। অনেকেই কর্মচারীর সততা এবং ম্যানেজারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। উল্লেখ করেছেন, এই ধরনের স্বচ্ছতা কর্মক্ষেত্রের জন্য ভাল। আবার অনেকের মতে, এত কারণ ব্যাখ্যা না করে তরুণ কেবল ব্যক্তিগত কারণে ছুটি লাগবে জানালেই পারতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement