নেমাররা উজ্জ্বল, ম্লান মেসি

নেমার-কাভানি যুগলবন্দির দুর্দান্ত প্রত্যাবর্তনের ধাক্কায় মাঠের বাইরেও বিপর্যস্ত বায়ার্ন শিবির। পিএসজি-র বিরুদ্ধে হারের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন ম্যানেজার কার্লো আনসেলোত্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭ ০১:০৪
Share:

খুশি কাভানি-নেমার। জিতেও হতাশ মেসি। ছবি: রয়টার্স

এক জন বায়ার্ন মিউনিখকে বিধ্বস্ত করে উচ্ছ্বসিত।

Advertisement

আর এক জন লিসবনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের গোল করতে না পারার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন।

প্রথম জন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)। দ্বিতীয় জন লিওনেল মেসি।

Advertisement

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-র বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ম্যাচের দু’মিনিটের মধ্যেই দানি আলভেসের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩১ মিনিটে গোল করেন এদিনসন কাভানি। ৬৩ মিনিটে গোল নেমারের।

ফরাসি লিগে পেনাল্টি বিতর্কের পর গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের প্রধান আগ্রহ ছিল দুই তারকার সম্পর্কের রসায়ন নিয়ে। জল্পনা শুরু হয়ে গিয়েছিল, একসঙ্গে খেললেও নেমার-কাভানিকে ফের কি উৎসবে মেতে উঠতে দেখা যাবে? বায়ার্নকে হারিয়ে তার জবাব দিলেন ব্রাজিল তারকা। নেমার বলেছেন, ‘‘সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে কোনও রকম তথ্য ও প্রমাণ ছাড়াই গল্প বানানো।’’ এখানেই শেষ নয়। ক্ষুব্ধ নেমারের অভিযোগ, ‘‘অনেকেই ড্রেসিংরুমের ভিতরে খবর সংগ্রহের চেষ্টা করেন। ব্যর্থ হলে ভিত্তিহীন খবর করেন। কাভানির সঙ্গে আমার সংঘাত নেই। আমরা একটা পরিবারের মতো।’’

নেমার-কাভানি যুগলবন্দির দুর্দান্ত প্রত্যাবর্তনের ধাক্কায় মাঠের বাইরেও বিপর্যস্ত বায়ার্ন শিবির। পিএসজি-র বিরুদ্ধে হারের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন ম্যানেজার কার্লো আনসেলোত্তি। বায়ার্নের প্রধান কর্তা ও প্রাক্তন তারকা কার্ল হেইনজ রুমেনিগে বলেছেন, ‘‘মরসুমের শুরু থেকেই প্রত্যাশাপূরণে ব্যর্থ আমাদের দল। তাই এই সিদ্ধান্ত।’’

চব্বিশ ঘণ্টা আগেই জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০০তম ম্যাচ স্মরণীয় করে রেখেছেন রোনাল্ডো। বুধবার লিসবনে মেসি কী করেন, তার দিকেই তাকিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা তারকা অবশ্য হতাশ করলেন তাঁদের। ছন্দে ছিলেন না লুইস সুয়ারেজ-ও। বার্সেলোনা জিতল ৪৯ মিনিটে স্পোর্টিং লিসবনের সেবাস্তিয়ান কোয়াতেসের আত্মঘাতী গোলে।

বার্সেলোনা শিবিরে অস্বস্তি আরও বাড়িয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোভাকে ৪-১ উড়িয়ে ক্লাবকর্তাদের তিনি পরামর্শ দিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার সের্জিও রবের্তোকে নেওয়ার জন্য।

সিএসকেএ মস্কোভার বিরুদ্ধেও ম্যান ইউয়ের জয়ের নায়ক রোমেলু লুকাকু। ইংল্যান্ডের আর এক ক্লাব চেলসি ২-১ গোলে জিতল আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে। য়ুভেন্তাস ২-০ হারাল অলিম্পিয়াক পিরায়ুসকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন