Lords Test

লর্ডস টেস্টে ১০৭ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম দিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অবশ্য ঠিক সময়েই শুরু হল ম্যাচ। ভারত ও ইংল্যান্ড দুই দলেই দু'টি পরিবর্তন হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ১৫:৩৬
Share:

লর্ডসে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ছবি টুইটারের সৌজন্যে।

প্রথম দিনের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা অবশ্য ঠিক সময়ই শুরু হল। কিন্তু, খেলায় বার বার বাদ সাধল বৃষ্টি। লাঞ্চের আগে যেমন হল মাত্র ৬.৩ ওভার। লাঞ্চের পর হল মাত্র ১২ বল। তারপর ফের নামল বৃষ্টি। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ভারতকে ১০৭ রানে মুড়িয়ে দিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান অশ্বিনের। পাঁচ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

Advertisement

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেই অসাধারণ বল করলেন জেমস অ্যান্ডারসন। ম্যাচের পঞ্চম বলেই দুরন্ত ডেলিভারিতে মুরলী বিজয়কে বোল্ড করলেন তিনি। তখনও ভারতীয় ইনিংস শূন্যতেই আটকে। সপ্তম ওভারের প্রথম বলে অ্য়ান্ডারসন ফের আঘাত হানলেন। তাঁর আউটসুইংয়ে খোঁচা দিলেন লোকেশ রাহুল। ভারত অধিনায়ক বিরাট কোহালি যখন নামলেন, তখন ১০ রানে দুই উইকেট পড়ে গিয়েছে। প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ছিল ১১। চেতেশ্বর পূজারা ও কোহালি, দু'জনেই খেলছিলেন ১ রানে।

লাঞ্চের পর শুরু হল খেলা। পূজারাকে সঙ্গে নিয়ে লড়ছিলেন কোহালি। কিন্তু, ভুল-বোঝাবুঝিতে রান আউট হলেন এই টেস্টে দলে ফেরা পূজারা। যে আউট হওয়ার নেপথ্যে দায় এড়াতে পারেন না কোহালিও। পূজারা আউট হওয়ার পরেই ফের নামল বৃষ্টি।

Advertisement

লোকেশ রাহুলের উইকেট নিয়ে উচ্ছ্বসিত জেমস অ্যান্ডারসন। শুক্রবার লর্ডসে। ছবি: রয়টার্স।

প্রথম এগারোয় ভারতীয় দল দুটো পরিবর্তন করেছে। বাঁ-হাতি ওপেনার শিখর ধবনের জায়গায় এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। আর পেসার উমেশ যাদবের পরিবর্তে দলে এসেছেন চায়নাম্যান কুলদীপ যাদব। ইংল্যান্ডও দুটো পরিবর্তন করেছে। বেন স্টোকসের পরিবর্তে খেলছেন ক্রিস ওকস। আর ডেভিড মালানের জায়গায় দলে এসেছেন অলি পোপ। অভিষেক হল তাঁর।

ভারতীয় দলে আছেন মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা। ইংল্যান্ড দলে রয়েছেন অ্যালেস্টার কুক, কিয়েটন জেনিংস, জো রুট (অধিনায়ক), অলি পোপ, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জোস বাটলার, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

প্রথম দিন লর্ডসে ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানোর কথা ছিল সচিন তেন্ডুলকরের। বৃষ্টিতে প্রথম দিন খেলা না হওয়ায় সেই সুযোগ ছিল না। পূর্ব নির্ধারিত কাজের জন্য সচিন দেশে ফিরে যাওয়ায় দ্বিতীয় দিনে ঘণ্টা বাজালেন টেড ডেক্সটার।

আরও পড়ুন: রহস্য নয়, কুলদীপকে ভাল স্পিনার হতে হবে

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহক নীরজ চোপড়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন