Sports News

যুবরাজের ছয় ছক্কা এ বার হার্দিকের ব্যাটে দেখতে চান পূজারা

বিরাট কোহালি ইংল্যান্ডের বেন স্টোকসের ভূমিকায় চান হার্দিক পাণ্ড্যকে। কিন্তু পাণ্ড্যর পছন্দের অল-রাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। বলেন, ‘‘আমার সব সময় পছন্দ কালিসকে। সব ফর্ম্যাটেই তিনি অসাধারণ। বড় রান, তিন নম্বরে ব্যাট করা আর সেই সব উইকেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ২২:১৬
Share:

হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি। এ বার যুবরাজ সিংহর মতো তাঁর ছয় ছক্কা দেখতে চান চেতেশ্বর পূজারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি দারুণ সফল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নজর কেড়েছেন। সেই হার্দিক পাণ্ড্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই ব্যাট হাতে অভিষেক হয়েছে তাঁর। অভিষেকে রানও এসেছে ব্যাটে। প্রথম ইনিংসে ভারতের ৬০০ রানের বিরাট টোটালে ভূমিকা ছিল তাঁরও।

Advertisement

আরও খবর: টুইটারে লোকেশের সেলফি নিয়ে ‘লেগ পুল’ যুবরাজের

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা হার্দিকের কাছে জানতে চান, এমনটা কি ভেবেছেন তিনি? পাণ্ড্য বলেন তিনি এ নিয়ে কিছুই ভাবেননি। পূজারার প্রশ্নের জবাবে হার্দিক বলেন, ‘‘আমি ভাবিনি এক ওভারে ছয় ছক্কার কথা। আমি তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েছি। কিন্তু চতুর্থটা কখনও মারিনি। পরিস্থিতির দাবিও ছিল না। যদি কখনও এরকম পরিস্থিতি আসে তা হলে অবশ্যই ছয় বলে ছয় ছক্কার জন্য ঝাঁপাব।’’

Advertisement

আরও খবর: সব চেয়ে বড় সমালোচক কে? ৫০ টেস্ট খেলতে নামার আগে নিজেই জানালেন পূজারা

যদিও টেস্টে অভিষেক হয়েছে। কিন্তু তিনি যে টেস্ট ভেবে খেলেননি সেটাও জানিয়েছেন। বলেন, ‘‘আমি যখন ব্যাট করছিলাম আমার মনে হচ্ছিল একদিনের ম্যাচে খেলছি। পরিস্থিতি আমার জন্য একদম অনুকূল ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই নিজেকে সঠিক ভাবে তৈরি করতে হয়। যখন এক ফর্ম্যাট থেকে অন্য ফর্ম্যাটে যেতে হয় তখন মানসিকতারও বদল হয়। কিন্তু স্কিল একই থাকে।’’

বিরাট কোহালি ইংল্যান্ডের বেন স্টোকসের ভূমিকায় চান হার্দিক পাণ্ড্যকে। কিন্তু পাণ্ড্যর পছন্দের অল-রাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। বলেন, ‘‘আমার সব সময় পছন্দ কালিসকে। সব ফর্ম্যাটেই তিনি অসাধারণ। বড় রান, তিন নম্বরে ব্যাট করা আর সেই সব উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন