ঐতিহাসিক টেস্টে আমন্ত্রিত লি, গোপী

দেশকে বহু সম্মান এনে দিয়েছেন দুই তারকা। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন লিয়েন্ডার। ১৯৯৯ উইম্বলডনের ডাবলস ও মিক্সড ডাবলস, দুটোতেই চ্যাম্পিয়ন। ডেভিস কাপে ডাবলসে সব চেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ০৪:১৮
Share:

পুল্লেলা গোপীচন্দ ও লিয়েন্ডার পেজ।

ইডেনে আমন্ত্রিতদের তালিকায় যোগ হতে চলেছে আরও দু’টি নাম। লিয়েন্ডার পেজ ও পুল্লেলা গোপীচন্দ।

Advertisement

ইতিমধ্যেই পি ভি সিন্ধু ও সানিয়া মির্জাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার ব্যাডমিন্টন ও টেনিস দুনিয়ার আরও দুই বড় নাম যোগ হল। সিএবি সচিব অভিষেক ডালমিয়া আশাবাদী, দু’জনেই হয়তো ইডেনের ঐতিহাসিক টেস্টের সাক্ষী থাকবেন। তিনি বলেন, ‘‘টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ ও ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, তাঁরা ভারত-বাংলাদেশ টেস্টের ঐতিহাসিক ম্যাচ দেখতে আসবেন।’’

দেশকে বহু সম্মান এনে দিয়েছেন দুই তারকা। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন লিয়েন্ডার। ১৯৯৯ উইম্বলডনের ডাবলস ও মিক্সড ডাবলস, দুটোতেই চ্যাম্পিয়ন। ডেভিস কাপে ডাবলসে সব চেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর। অন্য দিকে কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড খেতাব জিতেছিলেন গোপীচন্দ। বর্তমানে তিনি জাতীয় কোচ। তাই ইডেনের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টেই ভারতীয় টেনিস ও ব্যাডমিন্টনের দুই সেরা ব্যক্তিত্বকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সোমবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। পঞ্চাশ, একশো ও দেড়শো টাকার টিকিট রাখা হয়েছে দর্শকদের জন্য। কাউন্টার টিকিট বিক্রি হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, ‘‘সোমবার থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। কাউন্টার টিকিট দেওয়া হতে পারে ১২ নভেম্বর থেকে।’’ এ দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হয়। যুগ্মসচিব বলেন, ‘‘রাজভবনে গিয়ে মাননীয় রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি খুবই উৎসাহী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও আমন্ত্রণ জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন