Sports News

শার্দূল ঠাকুরকে দলে নিল পুণে সুপারজায়ান্ট

নিলামে ছিলেন না। গত বছর পর্যন্ত খেলেছিলেন কিংস একাদশ পঞ্জাবের হয়ে। ২০১৪র আইপিএল-এর নিলামে শার্দূলকে দলে নিয়েছিল পঞ্জাব। এ বার আর রাখেনি। সেই সুযোগই কাজে লাগাল পুণে। গত বছরই আইপিএল-এ আত্মপ্রকাশ করেছিল পুণে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১৬:৩৯
Share:

শার্দূল ঠাকুর। ছবি: সংগৃহীত।

নিলামে ছিলেন না। গত বছর পর্যন্ত খেলেছিলেন কিংস একাদশ পঞ্জাবের হয়ে। ২০১৪র আইপিএল-এর নিলামে শার্দূলকে দলে নিয়েছিল পঞ্জাব। এ বার আর রাখেনি। সেই সুযোগই কাজে লাগাল পুণে। গত বছরই আইপিএল-এ আত্মপ্রকাশ করেছিল পুণে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম বছর খেললেও এ বার তাঁকে সরিয়ে স্টিভ স্মিথকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। যদিও দলে থাকছেন ধোনি। নিলামে বেন স্টোকসের মতো ক্রিকেটারকে ১৪.৫০ কোটিতে তুলে নিয়ে সাড়া ফেলে দিয়েছে। তিনিই সর্বোচ্চ দামের ক্রিকেটার এ বারের আইপিএল-এ। সেই দলে এ বার জায়গা করে নিলেন মহারাষ্ট্রের এই মিডিয়াম পেসার।

Advertisement

আরও খবর: চোট মুক্তি, এ বার জাতীয় দলে ফেরার লড়াইয়ে রোহিত-শামি

২০১৫ আইপিএল-এ দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় শেষ খেলেছেন তিনি। ৩৮ রান দিয়ে একটি মাত্র উইকেটই নিয়েছিলেন তিন ওভারে। গত বছর পঞ্জাব দলে থাকলেও মাঝ পথেই ছেড়ে যেতে হয়। দিল্লি থেকে মায়াঙ্ক আগরওয়ালকে দলে নেওয়ার পর এ বার শার্দূলকেও দলে নিল পুণে। এই মরসুমে সব থেকে ধারাবাহিক বোলারদের মধ্যে রয়েছেন শার্দূল। মুম্বইয়ের হয়ে ৪৯টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৬৯টি উইকেট রয়েছে তাঁর। ২০ লাখে কিংস একাদশ পঞ্জাব কিনেছিল শার্দূলকে।

Advertisement

পুণে সুপারজায়ান্টের দল: অ্যাডাম জাম্পা, অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, অঙ্কুশ বেইনস, অশোক দিন্দা, বাবা অপরাজিত, বেন স্টোকস, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দীপক চাহার, ফাফ দু প্লেসি, ঈশ্র পাণ্ডে, জসকরণ সিংহ, জয়দেব উনাদকর, লোকি ফার্গুসন, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগরওয়াল, মিলিন্দ ট্যান্ডন, মিশেল মার্শ, এমএস ধোনি, রাহুল অজয় ত্রিপাঠি, হারুল চাহার, রজত ভাটিয়া, রবিচন্দ্রন অশ্বিন, সৌরভ কুমার, শার্দূল ঠাকুর, স্টিভ স্মিথ, উসমান খোয়াজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন