পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। —ফাইল চিত্র
বিশ্ব ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে দু’জনেই স্ট্রেট গেমে জেতেন। কাউকেই জিততে তেমন বেগ পেতে হয়নি।
এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৫তম বাছাই সিন্ধু ২৩-২১, ২১-৬ গেমে হারিয়ে দেন অবাছাই কালোইয়ানা নলবানতোভাকে। প্রথম গেমে কিছুটা লড়াই হলেও দ্বিতীয় গেমে বুলগেরিয়ার প্রতিযোগীকে দাঁড়াতেই দেননি সিন্ধু। প্রথম গেমে একটা সময় সিন্ধু কিছুটা চাপে পড়ে গেলেও ৩৯ মিনিটে ম্যাচ জিতে নেন। বিশ্বের ৬৯ নম্বরের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচ বারের পদকজয়ীকে শুরুতে কিছুটা রক্ষণাত্মক দেখিয়েছে। সে সময় আগ্রাসী ছিলেন নলবানতোভা। তবে গুরুত্বপূর্ণ সময় তাঁর পর পর কয়েকটি আনফোর্ডস এরর কাজে লাগিয়ে সিন্ধু প্রথম গেম জিতে নেন। শুরুতেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন সিন্ধু। তার পর টানা ৭ পয়েন্ট জিতে লড়াইয়ে ফেরেন। ২টি গেম পয়েন্ট বাঁচিয়ে শেষ হাসি হাসেন সিন্ধু। দ্বিতীয় গেমে অবশ্য দু’বারের অলিম্পিক্স পদকজয়ীর সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বুলগেরিয়ার খেলোয়াড়।
দু’নম্বর কোর্টে সিন্ধুর ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই প্রণয়ের ম্যাচ ছিল। তিনি ২১-১৮, ২১-১৫ গেমে হারান ফিলন্যান্ডের জোয়াকিম ওলডর্ফকে। প্রণয়ের জিততে সময় লাগে ৪৭ মিনিট। তাঁকেও কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি প্রথম রাউন্ডে। দুই গেমেই একটা সময় পর্যন্ত সমানে সমানে লড়াই করার চেষ্টা করেছেন ওলডর্ফ। তবে কখনই মনে হয়নি প্রণয় হেরে যেতে পারেন।
প্রতিযোগিতার প্রথম দিন লক্ষ্য সেন হেরে গিয়েছেন। দ্বিতীয় দিন দুই তারকার পারফরম্যান্স ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আশাবাদী করতেই পারে।