বিশ্বের এক নম্বরকে হারালেন সিন্ধু

চেন্নাই স্ম্যাশার্স দলের তারকা সিন্ধু জেতেন ১৫-১১, ১০-১৫, ১৫-১২-য়। ম্যাচের প্রথম গেমে জিতে আত্মবিশ্বাস বেড়ে যায় সিন্ধুর। যদিও তা ধরে রাখতে পারেননি দ্বিতীয় গেমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০৭:৪৭
Share:

তাই জু-র চ্যালেঞ্জ সামলে দিলেন সিন্ধু। ছবি: পিটিআই।

বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইং-কে হারালেন পি ভি সিন্ধু। শনিবার আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্সের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টনের ম্যাচে।

Advertisement

চেন্নাই স্ম্যাশার্স দলের তারকা সিন্ধু জেতেন ১৫-১১, ১০-১৫, ১৫-১২-য়। ম্যাচের প্রথম গেমে জিতে আত্মবিশ্বাস বেড়ে যায় সিন্ধুর। যদিও তা ধরে রাখতে পারেননি দ্বিতীয় গেমে। সিন্ধুকে ১৫-১০ পয়েন্টে দ্বিতীয় গেমে হারিয়ে ম্যাচে ফিরে আসেন তাইওয়ানের মেয়েটি। তৃতীয় গেমে লড়াই আরও জমে ওঠে। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ গেমে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে দেন হায়দরাবাদের তারকাটি। দলের ঘরের মাঠে চেন্নাইয়ে সিন্ধু এ দিন জিতলেও তাঁর ফ্রান্সের ব্রাইস সতীর্থ লেভেরদেজ হেরে যান। ছেলেদের ডাবলসেও হেরে যায় সিন্ধুর দল। পিবিএলের তালিকায় সবার নীচে রয়েছে চেন্নাই। ১৫ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সিন্ধুর চেন্নাই স্ম্যাশার্স আট নম্বরে। সমান সংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স। পিবিএল তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু ব্লাস্টার্স। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। ২০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাইনা নেহওয়ালের আওয়াধ ওয়ারিয়র্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন