সিন্ধু জিতলেও হারলেন সাইনা

এশিয়ান চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে ভারতের পিভি সিন্ধু জিতলেও, হেরে গেলেন সাইনা নেহওয়াল। রিও অলিম্পিক্সে সোনাজয়ী বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সিন্ধু বুধবার ৩১ মিনিটেই হারিয়ে দেন ইন্দোনেশিয়ার দিনার দিয়া আয়ুস্তিনকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৪:০৩
Share:

হুঙ্কার: এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভাল শুরু পি ভি সিন্ধুর।

এশিয়ান চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে ভারতের পিভি সিন্ধু জিতলেও, হেরে গেলেন সাইনা নেহওয়াল।

Advertisement

রিও অলিম্পিক্সে সোনাজয়ী বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সিন্ধু বুধবার ৩১ মিনিটেই হারিয়ে দেন ইন্দোনেশিয়ার দিনার দিয়া আয়ুস্তিনকে। ম্যাচের ফল ২১-৮, ২১-১৮।

তবে সিন্ধুর জয়ের দিনে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল হেরে গেলেন জাপানের সায়াকা সাতো-র কাছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ম্যাচে প্রথম গেমে জিতেছিলেন টুর্নামেন্টের সপ্তম বাছাই সাইনা। কিন্তু শেষ পর্যন্ত তিনি হারেন ১৯-২১, ২১-১৬, ২১-১৮ ফলাফলে। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে দু’বার ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন তিনি। কিন্তু এ বার প্রথম রাউন্ডেই থেমে যেতে হল সাইনাকে।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে জিতেছেন ভারতের অজয় জয়রামও। গত সপ্তাহেই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং (১৩) পেয়েছেন অজয়। এ দিন হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি দ্বিতীয় রাউন্ডে গেলেন পঞ্চম বাছাই চিনের হাউওয়েই তিয়ান-কে হারিয়ে। ম্যাচের ফল ২১-১৮, ১৮-২১, ২১-১৯। এই বিভাগেই ভারতের আর এক প্রতিযোগী এইচএস প্রণয় অবশ্য হেরে গেলেন হংকং-এর অষ্টম বাছাই খেলোয়াড় কা লংগ অ্যাঙ্গাস-এর কাছে। ম্যাচের ফল ১৬-২১, ২১-১৩, ১৯-২১। মহিলাদের ডাবলসে ভারতের অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি ২০-২২, ১৬-২১ ফলে হেরেছেন দক্ষিণ কোরিয়ার চে ইউ জং-কিম সু ইয়ং জুটির কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement