মালয়েশিয়া মাস্টার্স জয় সিন্ধুর

মালয়েশিয়ান মাস্টার্স জিতে নতুন বছর শুরু করলেন পিভি সিন্ধু। এর আগে ২০১৩ সালে এই ট্রফি জিতেছিলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। দু’বার বিশ্ব চ্যাম্পিয়নে ব্রোঞ্জ জয়ী সিন্ধু বছরের শুরুটা করলেন সাফল্যের সঙ্গেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৮:৫৩
Share:

মালয়েশিয়ান মাস্টার্স জিতে নতুন বছর শুরু করলেন পিভি সিন্ধু। এর আগে ২০১৩ সালে এই ট্রফি জিতেছিলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। দু’বার বিশ্ব চ্যাম্পিয়নে ব্রোঞ্জ জয়ী সিন্ধু বছরের শুরুটা করলেন সাফল্যের সঙ্গেই। স্কটল্যান্ডের ক্রিস্টি গ্লিমারকে স্ট্রেট গেমে হারিয়ে রবিবার সোনা জিতে নিলেন তিনি।

Advertisement

ফ্রেঞ্চ ওপেনে এই গ্লিমারের কাছেই ২০১৩ সালে হারতে হয়েছিল সিন্ধুকে। তবে এদিনের ম্যাচে ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা প্রমাণ করলেন কেন তাঁকে সেরাদের মধ্যে ধরা হয়। ৩২ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না তিনি। ২১-১৫, ২১-৯ এ উড়িয়ে দিয়ে পঞ্চম গ্রাঁ প্রি সোনা জিতে নিলেন তিনি। গত নভেম্বরেই তিনি ম্যাকাও ওপেন গ্রাঁ প্রিতে সোনা জয়ের হ্যাটট্রিক করেছেন।

Advertisement

আরও খবর: খেলা থামিয়ে আহত বল গার্লের সেবায় সঙ্গা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement