magnus carlsen

R Praggnanandhaa: বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েও কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ প্রজ্ঞানন্দ

সব মিলিয়ে ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে শেষ করেছে ভারতীয় দাবাড়ু। শীর্ষে রাশিয়ার ইয়ান নেপোনিয়াচি। তাঁর পয়েন্ট ২৯। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। তিনে আর্তেমিয়েভ (২৪)। এ ছাড়া সেরা আটে রয়েছেন এসিপেঙ্কো, এরিক হানসেন, ডিং লিরেন, লিয়েম কুয়াং লি ও কেইমার।   

Advertisement

নিজস্ব  প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩২
Share:

১১ তম স্থানে শেষ করল প্রজ্ঞা ফাইল চিত্র

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিয়েছিল ভারতের ১৬ বছর বয়সি গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিন্তু তার পরেও কোয়ার্টার ফাইনালে ওঠা হল না তার। এয়ারথিংস মাস্টার্সে ১১ তম স্থানে শেষ করল সে। প্রথম আট প্রতিযোগী জায়গা করে নিয়েছে নকআউটে।

Advertisement

টুর্নামেন্টের গ্রুপ স্টেজের শেষ দিনের শুরুতে জার্মানির ভিনসেন্ট কেইমারের সঙ্গে ড্র করে প্রজ্ঞা। পরের রাউন্ডে আমেরিকার হান্স মোক্কো নিয়েমানের কাছে হারে সে। শেষ রাউন্ডে অবশ্য রাশিয়ার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে ভারতীয় দাবাড়ু

গ্রুপের ১৫টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে প্রজ্ঞা। হেরেছে ছ’টিতে। ড্র হয়েছে চারটি ম্যাচ। যে পাঁচ ম্যাচে প্রজ্ঞা জয় পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অষ্টম রাউন্ডে কার্লসেনকে হারানো। কার্লসেন ছাড়াও প্রথম ১০ র‌্যাঙ্কিংয়ের মধ্যে থাকা লেভ অ্যারোনিয়ান, আন্ড্রে এসিপেঙ্কো, আলেকজান্দ্রা কস্টেনিউককে হারিয়েছে প্রজ্ঞা।

Advertisement

সব মিলিয়ে ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে শেষ করেছে ভারতীয় দাবাড়ু। শীর্ষে রাশিয়ার ইয়ান নেপোনিয়াচি। তাঁর পয়েন্ট ২৯। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। তিনে আর্তেমিয়েভ (২৪)। এ ছাড়া সেরা আটে রয়েছেন এসিপেঙ্কো, এরিক হানসেন, ডিং লিরেন, লিয়েম কুয়াং লি ও কেইমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন