রাহানের সেঞ্চুরি, রান পেলেন না বিরাট

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভাল হল বিরাট কোহলির ভারতের। অধিনায়ক রান পেলেন না ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট টিমের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শেষে বিরাটরা ৩১৪-৬।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:৫৮
Share:

বাইশ গজে দাপট রাহানের।

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভাল হল বিরাট কোহলির ভারতের। অধিনায়ক রান পেলেন না ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট টিমের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শেষে বিরাটরা ৩১৪-৬।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার প্রথমে শিখর ধবন ও লোকেশ রাহুল ১০৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলি (৮) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। ধবনও আউট হয়ে যান ৬২ করেই। একটা সময় তো স্কোর হয়ে দাঁড়ায় ১৩৩-৪। তবে রাহানের সেঞ্চুরির (১০৯ নঃআঃ) উপর ভর করে আবার ম্যাচে কামব্যাক করে ভারত। উল্টো দিকে অবশ্য রাহানেকে ভরসা দিলেন পুজারাও (৪২)। দিনের শেষে রাহানে বলেছেন, ‘‘বোলারদের জন্য অনেক কিছু ছিল পিচে। তাই প্রথম ২০-২৫ মিনিট খুব জরুরি ছিল। ওই সময়টা আমি খুব সতর্ক হয়ে খেলছিলাম। যতটা সম্ভব পজিটিভ খেলার চেষ্টা করেছি।’’

১০৮-১ থেকে ১৩৩-৪। মাত্র ২৫ রানের মধ্যে ভারতের মিডল অর্ডার ভেঙে পড়ে। রাহানে রান পেলেও, রোহিত-বিরাট রান পেলেন না। তবে বিরাটের রান না পাওয়াকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং তাঁর বিশ্বাস, টেস্টে বিরাট ঠিকই রান পাবেন। প্রেমাদাসার পিচে অবশ্য রান না পাওয়ার কোনও কারণ ছিল না। এমনকী রাহানে নিজেও বলছিলেন, ‘‘এখানের সঙ্গে মুম্বইয়ের পরিস্থিতির খুব একটা পার্থক্য নেই। তবে এখানে যে সেট হয়ে যাবে, তাকে লম্বা ইনিংস খেলতে হবে। টেস্ট সিরিজেও আমাদের এটাই মাথায় রেখে ব্যাট করতে নামতে হবে। এখানকার পরিস্থিতি সব সময় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ব্যাটসম্যানকে সেটা সামলে বড় রানের দিকে এগোতে হবে।’’

Advertisement

রাহানের মুখে পুজারার প্রশংসাও শুনতে পাওয়া গেল। তাঁর কথায়, ‘‘আমরা যখন ১৩৩-৪ তখন একটা বড় পার্টনারশিপ খুব দরকার ছিল। ওই সময় পুজারার ইনিংস আমাদের বড় রান তুলতে খুব সাহায্য করেছে। এমনকী এই ধরনের পার্টনারশিপ-ই একটা টেস্টের রং বদলে দিতে পারে। এটা আমাদের ধরে রাখতে হবে।’’ বৃহস্পতিবার পঞ্চম উইকেটে দু’জনের মধ্যে ১৩৪ রানের পার্টনারশিপ হয়।

ছবি টুইটার ও এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন