Poush Maash Rituals

শীতের রাতে হরেক রকম শাকের পরোটা না খেলে মন ভরে না? মল মাসে ভুলেও দাঁতে কাটবেন না তিন শাকসব্জি

পৌষ মাসে নানা নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সেগুলির মধ্যে অন্যতম হল কিছু শাকসব্জি না খাওয়া।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১১:০৩
Share:

—প্রতীকী ছবি।

বাংলার নবম মাস পৌষ মল মাস হিসাবে পরিচিত। এই মাসে কোনও শুভ কাজ করতে নিষেধ করেন বিজ্ঞজনেরা। মনে করা হয় তাতে মনের মতো ফল পাওয়া যাবে না। এই মাসে নানা নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সেগুলির মধ্যে অন্যতম হল কিছু শাকসব্জি না খাওয়া। পৌষ মাস মানেই শীতকাল। এই সময় বাজারে রঙিন শাকসব্জির মেলা দেখা যায়। কিন্তু বিশেষ তিন সাকসব্জি এই মাসে খাওয়া উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

কোন শাকসব্জি পৌষ মাসে খাওয়া যাবে না?

কচুশাক: ছোলা বা চিংড়ি মাছ দিয়ে কচুশাক খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই রয়েছেন বললে ভুল বলা হবে না। কিন্তু পৌষ মাসে কচুশাক খাওয়া মানা। বৈদিকশাস্ত্র মতে, শীতকালে কচুশাক খাওয়ার ফলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এই মাসে কচুশাক না খেলেই ভাল হয়।

Advertisement

মেথিশাক: শীতকাল মানেই পাতে হরেক রকম পরোটা। অনেকেই এই সময় মেথিশাকের পরোটা খেয়ে থাকেন। কিন্তু পৌষমাসে এই শাক খাওয়া যাবে না। এতে সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়। জীবনে নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যায়।

ঝিঙে: পৌষ মাসে ঝিঙে খেতেও নিষেধ করছে বৈদিকশাস্ত্র। এই সব্জি খেলেও শরীরের উপর অশুভ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। তাই এই মাসে ঝিঙে খাওয়াও এড়িয়ে চলাই উচিত হবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement