Sports News

এ বার বেঙ্গালুরু এফসিতে রাহুল দ্রাবিড়

এই মরসুমেই আই লিগে না খেলে আইএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরু। আই লিগের দলই প্রায় ধরে রাখা হয়েছে। রয়েছেন সুনীল ছেত্রীর মতো ফুটবলার। সঙ্গে দলের টানা ভাল পারফরমেন্স। সব কিছুই রাহুল দ্রাবিড়ের মতো একজন ক্রিকেটারকে সব সময় আকর্ষণ করে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ২২:৪৭
Share:

বেঙ্গালুরুর জার্সি হাতে রাহুল দ্রাবিড়। —নিজস্ব চিত্র।

ফুটবল মাঠে হঠাৎ হাজির ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। হ্যাঁ, এমনটাই দেখা যাবে এ বারের ইন্ডিয়ার সুপার লিগে। সৌরভ, সচিনের পর এ বার রাহুল দ্রাবিড়। বাকি দু’জন অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিক। কিন্তু রাহুল দ্রাবিড়কে দেখা যাবে বেঙ্গালুরু এফসির অ্যাম্বাসেডর হিসেবে। সে যাইহোক ভারতীয় ক্রিকেটের সেরা তিনমূর্তি এ বার ফুটবলে। বেঙ্গালুরুর জার্সি হাতে পেয়ে দ্রাবিড় বলেন, ‘‘বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। গত চার বছর ধরে এই দলের পারফরমেন্সে আমি নজর রেখেছি। আর এই যোগাযোগের কারণ অবশ্যই বেঙ্গালুরু। যে ভাবে পুরো শহর দলের সমর্থনে নেমে পড়ে তা দেখার মতো। আইএসএল নতুন এই ক্লাব। আমি আমার সাধ্য মতো ক্লাবের পাশে থাকার চেষ্টা করব।’’

Advertisement

আরও পড়ুন

ধোনির হয়ে আবারও ব্যাট ধরলেন শাস্ত্রী

Advertisement

এই মরসুমেই আই লিগে না খেলে আইএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরু। আই লিগের দলই প্রায় ধরে রাখা হয়েছে। রয়েছেন সুনীল ছেত্রীর মতো ফুটবলার। সঙ্গে দলের টানা ভাল পারফরমেন্স। সব কিছুই রাহুল দ্রাবিড়ের মতো একজন ক্রিকেটারকে সব সময় আকর্ষণ করে এসেছে। তিনি বলেন, ‘‘গত চার বছরে বিএফসি যে ভাবে উন্নতি করেছে সেটা চোখে পড়ার মতো। ভারতের অন্যতম পেশাদার ক্লাব। আর ওরা যে ভাবে ফ্যানদের ফুটবলে আকৃষ্ট করেছে সেটা দেখার মতো। আমি শহরের মানুষদের প্যাশন দেখেও অবাক।’’ ক্লাবের সিইও পার্থ জিন্দাল বলেন, ‘‘রাহুল দ্রাবিড় দলের সঙ্গে পাওয়াটা আমাদের জন্য গর্বের। বেঙ্গালুরুর জন্য তাঁর থেকে ভাল আর অন্য কারও কথা ভাবাই সম্ভব ছিল না। তার মতো করে এই ক্লাবের সম্মানের কথা আর কেউই ভাবতে পারবে না’’

১৯ নভেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে এই মরসুমের আইএসএল যাত্রা শুরু করবে বেঙ্গালুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement