Rahul Dravid

Team India: নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়

টি২০ বিশ্বকাপের পর শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিলেও, কোচ বেছে নিতে সময় লাগবে বিসিসিআই-এর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৪:২৩
Share:

শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডেও কোচ দ্রাবিড়। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন রবি শাস্ত্রী। তাঁর পরিবর্তে কে ভারতীয় দলের কোচ হবেন তা এখনও ঠিক করেনি বিসিসিআই। টি২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যেতে পারেন রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব ছিল দ্রাবিড়ের উপর। সে বার ভারতের টেস্ট দলকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন শাস্ত্রী। সেই সময় শিখর ধবনদের নিয়ে সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যান দ্রাবিড়। সেই দলে রোহিত শর্মা, কোহলীদের মতো তারকারা ছিলেন না। তরুণদের নিয়ে গিয়েছিলেন দ্রাবিড়। এ বার প্রধান দলের কোচ হিসেবেই যেতে পারেন তিনি।

Advertisement

টি২০ বিশ্বকাপের পর শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিলেও কোচ বেছে নিতে সময় লাগবে বিসিসিআই-এর। সেই সময় দ্রাবিড়কেই দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান দ্রাবিড়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজেই ভারতকে প্রশিক্ষণ দিতে পারেন দ্রাবিড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement