ভারতীয় যুব দলের কোচ হলেন দ্রাবিড়

সচিন, সৌরভ, লক্ষ্ণণের অন্তর্ভুক্তি হয়েছিল আগেই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ নির্বাচিত হয়েছেন তিনি। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন এ কথা। ফলে ভারতীয় দলের সঙ্গে ফের সরকারি ভাবে যুক্ত হতে চলেছে ফ্যাব ফোর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ২০:৩২
Share:

সচিন, সৌরভ, লক্ষ্ণণের অন্তর্ভুক্তি হয়েছিল আগেই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ নির্বাচিত হয়েছেন তিনি। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন এ কথা। ফলে ভারতীয় দলের সঙ্গে ফের সরকারি ভাবে যুক্ত হতে চলেছে ফ্যাব ফোর।

Advertisement

ভারতীয় বোর্ডের নব নির্বাচিত তারকাখচিত উপদেষ্টামণ্ডলীতে দ্রাবিড়ের থাকা নিয়ে প্রথম থেকেই চলছিল জল্পনা। কিছু দিন আগে উপদেষ্টামণ্ডলীতে দ্রাবিড়ের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সে দিনও বোর্ড সচিব জানিয়েছিলেন, দ্রাবিড়ের জন্য বিশেষ ভূমিকার কথা ভাবা আছে। এ বার সেই ‘বিশেষ ভূমিকা’তেই অবতীর্ণ হবেন রাহুল ‘দ্য ওয়াল’ দ্রাবিড়।

ভারতের সর্বকালের অন্যতম সেরা মিডল অর্ডারকে পুরোপুরি তুলে আনতে সফল হল নতুন বোর্ড। এ বার শুধুই সামনে এগিয়ে চলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement