Rahul Dravid

ফিরে এল পুরনো স্মৃতি! ভারতের অনুশীলনে দ্রাবিড়

ভারতীয় দলের অনুশীলনে শুক্রবার দেখা গেল রাহুল দ্রাবিড়কে। তিনি বেশ কিছুক্ষণ কথা বললেন কোচ রবি শাস্ত্রী ও ক্রিকেটারদের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০২
Share:

শিখরের সঙ্গে দ্রাবিড়। বেঙ্গালুরুতে, শুক্রবার। ছবি: পিটিআই।

ভারতীয় দলের সঙ্গে রাহুল দ্রাবিড়। পুরনো স্মৃতি উসকে দিয়েই। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন ছবিই দেখা গেল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান দ্রাবিড়কে দেখা গেল বিরাট কোহালিদের অনুশীলনে।

Advertisement

মোহালিতে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি জিতে বেঙ্গালুরু এসেছে ভারত। রবিবার এখানে সিরিজের তৃতীয় ম্যাচ। ধর্মশালায় গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ কার্যত হয়ে উঠেছে দুই ম্যাচের। ১-০ এগিয়ে থাকা ভারতের সামনে সিরিজ দখলের সুযোগ রয়েছে গার্ডেন সিটিতে। অন্যদিকে, কুইন্টন ডি’ ককের দলের সামনে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে রবিবার।

শুক্রবার সকালে কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে অনুশীলন করছিল ভারত। তখনই দ্রাবিড় আসেন সেখানে। হাত মেলান কোহালির সঙ্গে। শিখর ধবনের কাঁধে হাত দিয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। পাশেই তখন ছিলেন আর এক ওপেনার লোকেশ রাহুল।

Advertisement

আরও পড়ুন: ধোনির বাইরে তাকানোর সময় এসে গিয়েছে! কে বললেন জানেন?​

আরও পড়ুন: যদি ভবিষ্যৎই হয়, তবে ঋষভকে চাপে ফেলা কেন! বিস্ফোরক কোচ তারক সিনহা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনুশীলনের ফাঁকে শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়ের ছবি পোস্টও করেছে সোশ্যাল মিডিয়ায়। যাতে লেখা হয়েছে, “যখন ভারতীয় ক্রিকেটের দুই গ্রেটের দেখা হয়।” দ্রাবিড়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাস্ত্রীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন