আইপিএল-এর ম্যাচ মিস করেও উচ্ছ্বসিত রায়না

সদ্য কলকাতাকে তাদের ঘরের মাঠেই হারিয়ে ফিরেছেন। উচ্ছ্বাসটা যে অন্যমাত্রা পাবে তা বলা বাহুল্য। কিন্তু সুরেশ রায়নার উচ্ছ্বাস অন্য কারণে। আইপিএল-এর নতুন দল গুজরাত লায়ন্সের নেতা সুরেশ রায়না আগামী কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। না সে জন্য যে তিনি খুশি তা নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ২০:৩০
Share:

সদ্য কলকাতাকে তাদের ঘরের মাঠেই হারিয়ে ফিরেছেন। উচ্ছ্বাসটা যে অন্যমাত্রা পাবে তা বলা বাহুল্য। কিন্তু সুরেশ রায়নার উচ্ছ্বাস অন্য কারণে। আইপিএল-এর নতুন দল গুজরাত লায়ন্সের নেতা সুরেশ রায়না আগামী কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। না সে জন্য যে তিনি খুশি তা নয়। আসল কারণটা অন্য। কোনও চোট নয়। তাও তিনি খেলবেন না আইপিএল-এর কয়েকটি ম্যাচ। শেষ পর্য়ন্ত রহস্যের উন্মোচন করলেন রায়না স্বয়ং। আসলে বাবা হচ্ছেন তিনি। ২০০৮-এ আইপিএল-এর শুরু থেকে একটিও ম্যাচ মিস করেননি রায়না। সব থেকে রান রয়েছে তাঁরই ঝুলিতে। সেই রায়নাই এবার প্রথম খেলতে পারবেন না আইপিএল-এর বেশ কয়েকটি ম্যাচ। রায়না নিজেই জানিয়েছেন, ‘‘আমি এখান থেকেই হল্যান্ড উড়ে যাব আমার স্ত্রীর কাছে। আর আমি সত্যিই খুব উত্তেজিত।’’ আজ সোমবারই তিনি চলে গিয়েছেন সেখানে।

Advertisement

এখনও পর্যন্ত আইপিএল-এ রায়না খেলেছেন ১৪৩টি ম্যাচ। মোট রান ৩৯৮৫। গড় ৩৩.৪৮। সাত বছর চেন্নাই সুপার কিংসে কাটানোর পর এবার তিনি নতুন দল গুজরাত লায়ন্সের অধিনায়ক। এই মরশুমে ১১টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে গুজরাত। রায়নার অবর্তমানে দলের অধিনায়কত্ব করবেন অ্যারন ফিঞ্চ। গুজরাতের পরের ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আরও খবর

Advertisement

‘বিশ্রাম নয় গেইলকে বাদ দেওয়া হয়েছিল’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন