আইএফএ কর্তার সই জাল করে বিপদে লিগ ফুটবলার

আইএফএ-র অন্যতম সহকারী সচিবের সই জাল করার অভিযোগ উঠল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব রেনবো এসি-র প্রাক্তন ফুটবলার নরেন্দ্র রাইয়ের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:৩২
Share:

আইএফএ-র অন্যতম সহকারী সচিবের সই জাল করার অভিযোগ উঠল কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব রেনবো এসি-র প্রাক্তন ফুটবলার নরেন্দ্র রাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, অন্য রাজ্যে খেলার ছাড়পত্র পেতে নরেন্দ্র শুধুমাত্র আইএফএ-র সেই সহ-সচিব সুফল গিরির সই-ই জাল করেননি, আইএফএ-র নকল লেটার হেডে চিঠি লিখে এনওসি-র জন্য জমা দিয়েছেন ফেডারেশনের কাছে। তিনি এই মুহূর্তে ত্রিপুরার একটি ক্লাবে খেলতে যেতে চান। গত বছর খেলতেন রেনবোতে।

Advertisement

কী করে এই প্রতারণা আবিষ্কার হল? আসলে নিজের জালে নিজেই জড়িয়েছেন নরেন্দ্র। ফেডারেশনকে জমা দেওয়া চিঠির বক্তব্যে কিছু ভুল তথ্য ছিল। যেমন ‘জাল’ চিঠিতে নরেন্দ্র লিখেছেন, ‘‘ক্লাব থেকে আমরা নরেন্দ্রকে ছেড়ে দিলাম।’’ নিয়মানুযায়ী, আইএফএ-র লেটার হেডে ক্লাবের বক্তব্য থাকতে পারে না। ফেডারেশন কর্তারা একটা গরমিল সন্দেহ করেন। চিঠির সত্যতা জানতে তাঁরা আইএফএ-রকে ই-মেল করেন। আইএফএ জবাবে ফেডারেশনকে জানিয়ে দিয়েছে, ওই চিঠি জাল। আইএফএ কর্তা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ফেডারেশনের তরফ থেকে ওই চিঠি আমাদের কাছে ফেরত পাঠানো হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, চিঠিটি জাল। সহ-সচিবের সইও নকল করা হয়েছে।’’ নরেন্দ্রকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন