Sports News

ঝুলে রইল স্মিথের আইপিএল ভাগ্যও

এই মুহূর্তে  দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এই সমস্যার মধ্যে স্মিথকে খেলানো নিয়ে সমস্যায় রাজস্থান।এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে স্মিথকে।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ২১:৩৮
Share:

নির্বাসিত স্মিথ। ছবি: রয়টার্স।

আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের। বল ট্যাম্পারিং অভিযোগে সোমবারই দলের অধিনায়কত্ব ছেড়েছেন স্মিথ। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব না করলেও ম্যাচ খেলছেন বিদায়ী অধিনায়ক ও সহ-অধিনায়ক। এই অবস্থায় স্মিথকে খেলানো নিয়ে সমস্যায় রাজস্থান।

Advertisement

সদ্য আইসিসি তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে। রাজস্থান রয়্যালসের এক্সিকিউটিভ চেয়ারম্যান রনজিৎ বারথাকুর বলেন, ‘‘আমরা এই বিতর্কের খবর পেয়েছি। আমরা অপেক্ষা করছি বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য। তার পরই আমরা কিছু ঘোষণা করতে পারব।’’

রাজস্থান রয়্যালসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে এমন কিছুটা তারা প্রশ্রয় দেবে না। স্মিথকে এক ম্যাচ নির্বাসনের সঙ্গে সঙ্গে ম্যাচ ফি-র ১০০ শতাংশও কেটে নেওয়া হয়েছে। কেপ টাউনে তৃতীয় টেস্টের ঘটনা। স্মিথের সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নারও। চতুর্থ টেস্টে খেলতে পারবেন না স্মিথ।

Advertisement

আরও পড়ুন
অজি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন স্মিথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement