PCB

Pakistan Cricket: নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে না পারার রাগ বিশ্বকাপে কাজে লাগাতে চাইছে পাকিস্তান

২৬ সেপ্টেম্বর দুবাইয়ে কেন উইলিয়ামসনদের মুখোমুখি হবেন বাবর আজমরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৭
Share:

রামিজ রাজা টুইটার

পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড খেলতে না চাওয়ায় ক্ষুব্ধ পাক ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রামিজ রাজা। পাশাপাশি পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। ক্ষোভের জবাব বাইশ গজে দেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

Advertisement

পিসিবি-র প্রকাশ করা এক ভিডিয়ো বার্তায় রামিজ বলেন, ‘‘হতাশা এবং রাগের জবাব টি২০ বিশ্বকাপের মঞ্চে দিতে হবে ক্রিকেটারদের। ভাল খেলাই হবে এর উপযুক্ত জবাব।’’

২৬ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠে কেন উইলিয়ামসনদের মুখোমুখি হবেন বাবর আজমরা। তবে শুধু সেই ম্যাচের জন্য নয়, গোটা প্রতিযোগিতায় ভাল খেলতে হবে পাক ক্রিকেটারদের। এমনটাই মনে করেন রামিজ।

Advertisement

তাঁর দাবি, পাকিস্তান ভাল খেললে সমস্ত দেশই বাবরদের বিরুদ্ধে খেলতে চাইবে। রমিজ বলেন, ‘‘বিশ্বের সেরা দলগুলির মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে সকলেই আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কোনও কারণ নেই।’’

নিউজিল্যান্ড সফর বাতিল করায় ইংল্যান্ডের খেলতে আসা নিয়েও সংশয় তৈরি হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট। তবে সেই দিকে না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন রামিজ। তিনি বলেন, ‘‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আশা করব খুব দ্রুত কোনও ভাল খবর শোনাতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement