Rangana Herath

আক্রমকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড হেরাথের

ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের তাইজুল ইসলামের উইকেট নিয়ে এই অনন্য নজির গড়লেন রঙ্গনা। টপকে গেলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২০
Share:

তাইজুল ইসলামকে আউট করার পর রঙ্গনা হেরাথকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: এপি।

নয়া নজির গড়লেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। বাঁ হাতি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

Advertisement

ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের তাইজুল ইসলামের উইকেট নিয়ে এই অনন্য নজির গড়লেন রঙ্গনা। টপকে গেলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। এত দিন টেস্টে ৪১৪ উইকেট নিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন আক্রম। এ বার আক্রমকে টপকে শীর্ষস্থানে উঠে এলেন রঙ্গনা।

আক্রমের থেকে অনেক কম টেস্ট খেলে এই কৃতিত্ব অর্জন করলেন রঙ্গনা হেরাথ। ১০৪টি ম্যাচ খেলে ৪১৪টি উইকেট নিয়েছিলেন আক্রম। কিন্তু মাত্র ৮৯টি টেস্টেই আক্রমকে টপকে গেলেন রঙ্গনা।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় পতাকার প্রতি আফ্রিদির এই সম্মান মুগ্ধ করবে আপনাকেও

আরও পড়ুন: জো’বার্গে সিরিজ জয়ের হাতছানি, কাঁটা সেই এবি

দ্বিতীয় টেস্ট জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চণ্ডিমল বলেন, “রঙ্গনা হেরাথ আমাদের দলের সম্পদ। বল হাতে ও যেটা চায় সেটাই করার ক্ষমতা আছে ওর মধ্যে।”

রঙ্গনা এবং আক্রম ছাড়া এই তালিকায় আছেন ভেত্তোরি-ভাসের মত প্রাক্তনেরা।

বাঁ হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৩৬২ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন প্রাক্তন কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি। ৩৫৫ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন হেরাথের দেশেরই চামিন্ডা ভাস, ৩১৩ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement