চার বলে চার শিকার, বিশ্বরেকর্ড রশিদের

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারের মুকুট মাথায় পরার তিনি যে যোগ্যতম ব্যক্তি, তা আরও একবার বুঝিয়ে দিলেন আফগানিস্তানের রশিদ খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫০
Share:

নায়ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে রশিদের ভেল্কি। ফাইল চিত্র

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারের মুকুট মাথায় পরার তিনি যে যোগ্যতম ব্যক্তি, তা আরও একবার বুঝিয়ে দিলেন আফগানিস্তানের রশিদ খান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রবিবার টি-টোয়েন্টি ম্যাচে চার বলে চার উইকেট নিয়ে! ১৬তম ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পরে ১৮তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট তুলে নেন এই লেগস্পিনার। রশিদই হলেন বিশ্বের প্রথম বোলার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে চার বলে চার উইকেট নিলেন। করলেন বিশ্বরেকর্ড। আয়ারল্যান্ডকে ৩২ রানে হারানোর পথে ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন রশিদ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ফলে জিতেছে আফগানিস্তান। রশিদের আগে ওয়ান ডে ক্রিকেটে চার বলে চার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিিন।

Advertisement

রশিদ ভেল্কিতে মুগ্ধ ক্রিকেটবিশ্বও। টম মুডি টুইট করেছেন, ‘‘দুরন্ত বোলিং রশিদ।’’ সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ঝড় উঠেছে। ৫২টি ওয়ান ডে ম্যাচে রশিদের উইকেট সংখ্যা ১১৮। ৩৮ টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৭৫ উইকেট। আইপিএল থেকে বিগ ব্যাশ— সব জায়গাতেই দাপট দেখিয়েছেন রশিদ। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাফল্যের পিছনেও রয়েছে রশিদের মায়াবী লেগস্পিন। কেন তাঁকে বোঝা কঠিন ব্যাটসম্যানদের পক্ষে? রশিদের বিপক্ষে খেলেছেন, এমন অনেকই জানিয়েছেন, যে গতিতে তিনি হাত ঘোরান, তাতে তাঁর গ্রিপ দেখে বোঝা কঠিন বোলার লেগস্পিন করবেন না গুগলি দেবেন।

রশিদও আগে বলেছিলেন, ‘‘আমি অনেক রকম ডেলিভারি রপ্ত করার চেষ্টা করেছি। যাতে ব্যাটসম্যানদের বুঝতে সমস্যা হয়, কোন বলটা কোন দিকে ঘুরবে।’’ এক সাক্ষাৎকারে এর আগে তিনি বলেছিলেন, ‘‘আমি সচিন তেন্ডুলকরকে বল করার সুযোগ পেলে খুশি হতাম।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন