নায়েক-শাস্ত্রী ঝগড়ার মধুরেণ সমাপয়েৎ

ভারতীয় ক্রিকেটের হালফিলের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঝগড়া অবশেষে মিটে গিয়েছে। দিন তিনেক আগে মিডিয়া এবং এক রকম লোকচক্ষুর অন্তরালে হাত মিলিয়ে নিয়েছেন রবি শাস্ত্রী আর সুধীর নায়েক। এই বিতর্ক নিয়ে এত জল্পনা ছিল ক্রিকেট মহলে যে ভারতীয় কোচের শাস্তি হবে কি না?

Advertisement

গৌতম ভট্টাচার্য

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০২:৩১
Share:

ভারতীয় ক্রিকেটের হালফিলের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঝগড়া অবশেষে মিটে গিয়েছে।

Advertisement

দিন তিনেক আগে মিডিয়া এবং এক রকম লোকচক্ষুর অন্তরালে হাত মিলিয়ে নিয়েছেন রবি শাস্ত্রী আর সুধীর নায়েক। এই বিতর্ক নিয়ে এত জল্পনা ছিল ক্রিকেট মহলে যে ভারতীয় কোচের শাস্তি হবে কি না? হলে শাহরুখের ওয়াংখেড়ে ঢোকার নিষেধাজ্ঞার মতোই দৃষ্টান্তমূলক কিছু হবে কি না? দিওয়ালির আমেজে যা দাঁড়াল যে নায়েক তাঁর অভিযোগ কার্যত প্রত্যাহার করে নিলেন। বিষ্যুদবার চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে বেরিয়ে টিম বাসে ওঠার ফাঁকে শাস্ত্রীও স্বীকার করলেন এর সত্যতা। ‘‘হ্যাঁ ওটা মিটে গিয়েছে জাস্ট পাঁচ মিনিটে।’’

দু’পক্ষের এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন দিলীপ বেঙ্গসরকর। মুম্বই ক্রিকেট সংস্থা তাঁকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল। তা বেঙ্গসরকরও এ দিন ফোনে বললেন, ‘‘দ্রুতই মিটে গিয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।’’

Advertisement

শোনা গেল শাস্ত্রীকে গালাগাল দেওয়ার অভিযোগ সুধীর নায়েক করা মাত্র ভারতীয় কোচ বলেন, ভুল করছ ওটা তোমাকে বলিনি। আর এক জনকে লক্ষ করে বলছিলাম। নায়েক তখন বলেন, আর এক জন কে হতে পারে। ওখানে ওই মরাঠি গালাগালগুলো তো আমার উদ্দেশেই উড়ে এসেছিল মনে হল। শাস্ত্রী বলেন, না আমি তোমায় ব্যঙ্গ করে শুধু দারুণ পিচ বানিয়েছ এটা বলেছি।

নায়েক সন্তুষ্ট কি না জানা গেল না। বেঙ্গালুরু থেকে বহু চেষ্টাতেও তাঁর লাইন না পাওয়ায়। তবে খবর অনুযায়ী তিনি ব্যাখ্যা মেনে নেন। এর পর আর এই কাহিনি ঘিরে জলঘোলা হওয়ার কোনও অবকাশ থাকল না। অনেকের যদিও মনে হচ্ছে মোহালি টেস্ট ভারত না জিতলে বিতর্কের এত দ্রুত সমাধান হত না। ভারত ওই টেস্ট জেতার পর শাস্ত্রী নতুন মনোহর জমানাতেও গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছেন।

শাস্ত্রীর হাত এ দিন আরও শক্ত করল প্রেস কনফারেন্সে ডে’ভিলিয়ার্সের বক্তব্য। ‘‘ভারত মোটেও পিচ খারাপ করে জেতেনি। দুটো টিমই একই পিচে বাজে ব্যাট করেছে। আমরা তার মধ্যে বেশি বাজে খেলেছি। তাই হারলাম। এটাই টেস্ট ঘিরে একমাত্র সত্যি। আর যা চর্চা হচ্ছে সব বোগাস।’’

রাতে ডে’ভিলিয়ার্সের বক্তব্যের কথা জেনে শাস্ত্রী বললেন, ‘‘যাক।’’ বোঝা গেল নায়েক ইস্যু তাঁকে কতটা বিব্রত করে রেখেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন