কোহালিদের কোচ থাকতে পারেন শাস্ত্রী

কোচ নির্বাচনী প্যানেলে রয়েছেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৪:৫৪
Share:

ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে সম্ভবত থেকে যাচ্ছেন রবি শাস্ত্রীই। সংবাদ সংস্থার কাছে সে রকমই ইঙ্গিত দিয়েছেন কোচ নির্বাচনী প্যানেলের এক সদস্য।

Advertisement

কোচ নির্বাচনী এই প্যানেলে রয়েছেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামী। গত কালই কোচ বাছাইয়ের ব্যাপারে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) সবুজ সঙ্কেত দিয়েছে কপিলদের প্যানেলকে। এই মাসের মাঝামাঝি ভারতের হেড কোচ-সহ অন্যান্য সাপোর্ট স্টাফ চূড়ান্ত করে ফেলার কথা। তার আগে প্যানেলের এক সদস্য বলেছেন, ‘‘আমরা কোনও বিদেশি কোচকে আনতে চাইছি না। হ্যাঁ, যদি গ্যারি কার্স্টেনের মতো কেউ আবেদন করত, তা হলে ভেবে দেখা যেত। তবে সে ক্ষেত্রেও এক জন ভারতীয়ই প্রাধান্য পেত।’’

এই ‘ভারতীয় কোচ’ কে হতে পারেন, তার ইঙ্গিতও পাওয়া গিয়েছে ওই সদস্যের কথায়। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘এক জন ভারতীয় হেড কোচের অধীনে দল যখন এত ভাল ফল করেছে, তখন কেন বিদেশিদের দিকে ঝুঁকব? এখনও পর্যন্ত যা অবস্থা, তাতে শাস্ত্রীই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে।’’

Advertisement

শাস্ত্রী আর বিরাট কোহালির মধ্যে রসায়নটাও যে ভাল, সেটাও বলেছেন ওই সদস্য। তাঁর কথায়, ‘‘শাস্ত্রী আর কোহালির মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। এই অবস্থায় কোচ বদল করা হলে দলের মধ্যে যে একটা ভারসাম্য তৈরি হয়েছে, তাতে সমস্যা হতে পারে।’’ এর আগে গায়কোয়াড় তো প্রকাশ্যেই বলেছিলেন, শাস্ত্রী যেখানে এত ভাল কাজ করেছেন, তখন তাঁকে বদলানোর প্রশ্ন কেন উঠবে।

তবে হেড কোচ না বদলালেও বাকি সাপোর্ট স্টাফে রদবদল হতেই পারে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের পদে ইতিমধ্যেই অনেক আবেদন জমা পড়েছে। বোলিং কোচের পদের জন্য আবেদন করেছেন ভারতের প্রাক্তন স্পিনার সুনীল জোশী। যিনি এত দিন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন। জোশী বলেছেন, ‘‘বাংলাদেশের হয়ে সফল ভাবে কাজ করেছি আমি। বেশ কিছু দিন হয়ে গেল ভারতীয় দলে কোনও স্পিন বোলিং কোচ নেই। আশা করব, আমার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন