Eden Gardens

ইডেন টেস্টে অনন্য রেকর্ড অশ্বিন-জাডেজার

এই ১৭টি উইকেটই নিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব এবং ভুবনেশ্বর কুমার। দুই ইনিংস মিলিয়ে ভুবনেশ্বর নিয়েছেন ৮টি উইকেট, শামির শিকার ৬টি এবং উমেশের ঝুলিতে ৩টি উইকেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ২২:২৬
Share:

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি।

অপ্রত্যাশিত ভাবেই এক অনন্য রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। দেশের মাটিতে ২৬২ টেস্টে এই প্রথম কোনও ভারতীয় স্পিনার একটিও উইকেট শিকার করতে পারলেন না। এমনিতেই স্পিনিং ট্র্যাকের জন্য বিখ্যাত ইডেন গার্ডেন্স। কিন্তু সদ্য সমাপ্ত ভারত বনাম শ্রীলঙ্কা টেস্টে শুরু থেকেই দাপট দেখান দুই দলের পেসাররা। দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার মোট ১৭টি উইকেট নিয়েছে ভারত।

Advertisement

আরও পড়ুন: তেন্ডুলকরের সঙ্গে বিরাটের কোনও তুলনা চান না সৌরভ

আরও পড়ুন: ইডেন টেস্টে নতুন রেকর্ডে পূজারা

Advertisement

এই ১৭টি উইকেটই নিয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব এবং ভুবনেশ্বর কুমার। দুই ইনিংস মিলিয়ে ভুবনেশ্বর নিয়েছেন ৮টি উইকেট, শামির শিকার ৬টি এবং উমেশের ঝুলিতে ৩টি উইকেট।

অন্য দিকে, শ্রীলঙ্কার হয়ে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক উইকেট সুরঙ্গ লকমলের। ইডেনে কোনও ভারতীয় স্পিনার উইকেট না পাওয়ায় অবাক ক্রীড়ামহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement