(বাঁ দিকে) কার্লোস আলকারাজ় এবং হুয়ান কার্লোস ফেরেরো (ডান দিকে)। ছবি: এক্স।
কোচ হুয়ান কার্লোস ফেরেরোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কার্লোস আলকারাজ়। গত সাত বছর বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের কোচ ছিলেন ফেরেরো। তিনি নিজেও এক সময় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন। কোচকে নিজের দ্বিতীয় বাবা হিসাবে মনে করতেন আলকারাজ়। ফেরেরো অবশ্য জানিয়েছেন, আরও কিছু দিন কাজ করার সুযোগ পেলে খুশি হতেন।
বুধবার ফেরেরোর সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন আলকারাজ়। স্পেনের প্রাক্তন খেলোয়াড় আলকারাজ়কে তাঁর ১৫ বছর বয়স থেকে কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়েই একাধিক বার এটিপি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন আলকারাজ়। জিতেছেন ছ’টি গ্র্যান্ড স্ল্যাম। দু’বার করে জিতেছেন ফরাসি ওপেন, উইম্বলডন এবং উইএস ওপেন। ফেরেরোর কোচিংয়ে সব মিলিয়ে ২৪টি পেশাদার খেতাব জিতেছেন আলকারাজ়।
আলকারাজ় সমাজমাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘‘এই পোস্টটা লেখা আমার জন্য খুব কঠিন। সাত বছরের বেশি সময় আমরা এক সঙ্গে কাজ করেছি। এ বার জুয়াঙ্কি (ফেরেরোকে এই নামে ডাকেন আলরাকাজ়) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোচ এবং খেলোয়াড় হিসাবে আমাদের আর একসঙ্গে দেখা যাবে না। শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যখন ছোট ছিলাম, তখন আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম। এই দীর্ঘ সময়ে আপনি আমার অবিশ্বাস্য যাত্রায় সঙ্গ দিয়েছেন। কোর্টের ভিতরে এবং বাইরে পাশে থেকেছেন। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ভীষণ উপভোগ করেছি।’’
অন্য দিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ফেরেরো বলেছেন, ‘‘আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেষ হচ্ছে। অনেক স্মৃতি রয়েছে। ভবিষ্যতের জন্যও উত্তেজনা অনুভব করছি। কী কী হতে পারে, আন্দাজ করতে পারি। এই সময়টায় দুর্দান্ত ভাবে বেঁচেছি। অনেক কিছু অর্জন করেছি। কার্লোস তোমাকে ধন্যবাদ। তোমার পরিশ্রম, চেষ্টা এবং খেলার ধরনই আমাকে বিশিষ্ট করে তুলেছে। পেশাদার এবং ব্যক্তিগত ভাবে তোমাকে শুভেচ্ছা জানাই। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা একটা দুর্দান্ত দল ছিলাম। আমি নিশ্চিত তুমি দুর্দান্ত সব সাফল্য অর্জন করতে থাকবে। কাজটা চালিয়ে যেতে পারলে ভাল লাগত। তবে আমি নিশ্চিত ভাল মানুষেরা সব সময় এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ।’’
পরস্পরকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সাফল্য কামনা করেছেন। পেশাদার সম্পর্ক ছিন্ন হলেও গত সাত বছরে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদী দু’জনেই।