দেশকে আরও জয় দিতে চান জাডেজা

এক ভিডিয়ো-বার্তায় ভারতীয় দলের অলরাউন্ডার বলেছেন, ‘‘প্রথমত আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০৫:১২
Share:

রবীন্দ্র জাডেজা। ফাইল চিত্র।

এই মুহূর্তে জামাইকায় রয়েছেন তিনি। অর্জুন পুরস্কারজয়ী ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা জানালেন, এই সম্মান তাঁকে দেশের জার্সিতে ভবিষ্যতে আরও ভাল খেলতে অনুপ্রেরণা দেবে।

Advertisement

এক ভিডিয়ো-বার্তায় ভারতীয় দলের অলরাউন্ডার বলেছেন, ‘‘প্রথমত আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করার জন্য। পাশাপাশি অন্যান্য পুরস্কারজয়ীদেরও জানাই অভিনন্দন। তাঁরা নিজেদের ইভেন্টে অসাধারণ পারফর্ম করে এই সম্মান ছিনিয়ে নিয়েছেন।’’

সেখানেই না থেমে ওই ভিডিয়োতে জাডেজা আরও বলেছেন, ‘‘ভারতীয় দলের হয়ে পৃথিবীর যে প্রান্তেই খেলি না কেন, দেশকে সম্মান তুলে দিতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করি। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও ভাল খেলার অনুপ্রেরণা দেবে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘দেশকে আরও বেশি সংখ্যক ম্যাচে জিতিয়ে দেশকে গর্বিত করতে চাই আমি।’’

Advertisement

ভারতীয় ক্রিকেটারকে অর্জুন পুরস্কারের জন্য অভিনন্দন জানিয়েছে ভারতীয় বোর্ডও। শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, মাঠে এবং মাঠের বাইরে জাডেজা নতুন প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাই বলেছেন, ‘‘আমি মনে করি, এই অর্জুন সম্মান ওকে ভবিষ্যতে আরও ভাল খেলার শক্তি দেবে। পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারেরাও এটা অনুভব করবেন যে, কঠোর পরিশ্রম করলে এই সম্মান অর্জন করা যায়।’’

মহিলা অর্জুন-প্রাপক পুনম যাদবকেও অভিনন্দন জানিয়ে ডায়ানা এডুলজি বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে পুনম ভাল ক্রিকেট খেলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন