লা লিগা// রিয়াল মাদ্রিদ ৩ : রিয়াল সোসিদাদ ১

দুরন্ত বেল, আজ লড়াই মেসিদের

রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলেছেন, ‘‘অসাধারণ গোল শুধু নয়। পুরো ম্যাচটাই দুর্ধর্ষ খেলেছে বেল। ৭০ মিটার দৌড়ে গোল করা কিন্তু একেবারেই সহজ নয়। তবে বেল এর চেয়ে আরও ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৩৩
Share:

গোলের পর বেল-এর উল্লাসে সঙ্গী ইস্কো। ছবি: রয়টার্স

প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল মাদ্রিদকে জয়ের সরণিতে ফেরালেন গ্যারেথ বেল।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন রিয়াল লা লিগায় পরপর দু’ম্যাচে ড্র করার পর সমর্থকদের কটাক্ষের শিকার হয়েছিলেন বেল। রবিবার রিয়াল সোসিদাদের বিরুদ্ধে কিন্তু তিনিই নায়ক। ১৯ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বোর্খা মাজোরাল। কিন্তু ন’মিনিটের মধ্যেই গোল করে সোসিদাদ-কে ম্যাচে ফিরিয়ে আনেন কেভিন রদরিগেজ। ৩৬ মিনিটে সোসিদাদ ডিফেন্ডারের আত্মঘাতী গোলেই অবশ্য ফের এগিয়ে যায় রিয়াল। ৬১ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল ধরে গতি বাড়িয়ে বিপক্ষের রক্ষণ ভেঙে পেনাল্টি বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন বেল। ম্যাচের পর উচ্ছ্বসিত রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলেছেন, ‘‘অসাধারণ গোল শুধু নয়। পুরো ম্যাচটাই দুর্ধর্ষ খেলেছে বেল। ৭০ মিটার দৌড়ে গোল করা কিন্তু একেবারেই সহজ নয়। তবে বেল এর চেয়ে আরও ভাল পারফর্ম করার ক্ষমতা রাখে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘গোল পেয়ে যাওয়ায় বেল অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবে।’’

বেল অবশ্য মানতে রাজি নন যে তিনি চাপে রয়েছেন। এমনকী, রিয়াল সমর্থকদের কটাক্ষেও তিনি হতাশ নন বলে দাবি করেছেন। রিয়াল তারকা ম্যাচের পরে বলেছেন, ‘‘ফুটবলে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। আমি তা নিয়ে চিন্তিত নই। আমি শুধু মন দিয়ে নিজের কাজ করে যেতে চাই।’’ এখানেই না থেমে তিনি আরও যোগ করেছেন, ‘‘খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন থাকবেই। কিন্তু সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো।’’

Advertisement

বেল-এর পারফরম্যান্স নিয়ে উদ্বেগ দূর হওয়ার দিনে রিয়াল শিবিরে স্বস্তি ফেরালেন রোনাল্ডো-ও। নির্বাসিত থাকায় লা লিগায় তাঁকে বাদ দিয়েই দল নামিয়েছেন জিদান। বুধবার রিয়াল বেতিসের বিরুদ্ধে সি আর সেভেন সম্ভবত শুরু থেকেই খেলবেন। একই দিনে ক্যাম্প ন্যু-তে এইবারের বিরুদ্ধে নামছে বার্সেলোনা। আগের ম্যাচে খেতাফের বিরুদ্ধে জিতলেও ওসুমানে দেম্বেলের চোট বার্সা শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। সোমবারই অস্ত্রোপচার হয় ফরাসি মিডফিল্ডারের। দেম্বেলে-ধাক্কা সামলে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লিওনেল মেসি-রা। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘আমাদের দলে ফুটবলারের সংখ্যা কম নেই। আশা করছি, ওরা দেম্বেলের অভাবপূরণ করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন