বার্সাকে তোপ বিরক্ত জ়িদানের

লিয়োনেল মেসিদের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০৪:১০
Share:

জিনেদিন জ়িদান। ছবি রয়টার্স।

লা লিগায় বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ খেতাফে না বার্সেলোনা? ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে জ়িনেদিন জ়িদানের সাংবাদিক বৈঠকের পরে অনেকের মনেই এই প্রশ্ন উঠতে পারে।

Advertisement

লিয়োনেল মেসিদের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। অর্থাৎ, বাকি পাঁচটি ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় করিম বেঞ্জেমাদের। এই পরিস্থিতিতে ফুটবলারদের উজ্জীবিত করা কতটা কঠিন?

সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন শুনেই গর্জে ওঠেন রিয়াল ম্যানেজার। ক্ষুব্ধ জ়িদান বলেছেন, ‘‘আমরা ৩৩ বার লা লিগা জিতেছি। বার্সেলোনা কত বার চ্যাম্পিয়ন হয়েছে?’’ লা লিগায় বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে ২৫ বার। এ বার জিতলে সংখ্যাটা ২৬ হবে। জ়িদান বলেছেন, ‘‘এই মরসুমে বার্সেলোনা খুব ভাল খেলছে। এর জন্য অবশ্যই ওদের অভিনন্দন প্রাপ্য। কিন্তু মনে রাখতে হবে, লা লিগা অনেক বেশিবার জিতেছে রিয়াল। ওরা আমাদের চেয়ে অনেক পিছিয়ে।’’ এর পরেই নিজেকে সামলে নিয়ে ফরাসি কিংবদন্তি যোগ করেন, ‘‘পরিসংখ্যান দিয়ে আমি নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছি না। প্রশ্নটা উঠেছিল বলেই উত্তর দিলাম। ফুটবলারদের সব সময় বলছি, খেলার গতি আরও বাড়াতে হবে।’’ রিয়াল ম্যানেজারের মতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও কঠিন লা লিগা। তিনি বলেছেন, ‘‘লা লিগায় ৩৮টি ম্যাচ খেলতে হয়। চ্যাম্পিয়ন্স লিগে খেলার সংখ্যা কম। আমি সব সময়ই মনে করি, লা লিগা অনেক বেশি কঠিন।’’

Advertisement

আগামী মরসুমে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি যে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, সাংবাদিক বৈঠকেই তা জানিয়ে দিয়েছেন জ়িদান। বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য আগামী মরসুমে দুর্দান্ত ভাবে লা লিগা শুরু করা। প্রাক-মরসুম প্রস্তুতি থেকেই তা করতে চাই। আমরা যদি শুরুটা ভাল করতে না পারি, তা হলে কঠিন হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের প্রথম লক্ষ্য লা লিগা জেতা। ফুটবলারদেরও তা মাথায় রাখতে হবে।’’ স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, পরের মরসুমে গ্যারেথ বেলকে কোনও অবস্থাতেই রাখবে না রিয়াল। তার পরিবর্তে এডেন অ্যাজ়ারকে পছন্দ জ়িদানের। সাংবাদিক বৈঠকে রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘নতুন ফুটবলার এলে পুরনোদের মধ্যে কাউকে তো যেতেই হবে।’’

আগের ম্যাচে আতলেতিকো বিলবাওয়কে ৩-০ হারিয়েছে রিয়াল। হ্যাটট্রিক করেন বেঞ্জেমা। উচ্ছ্বসিত জ়িদান বলেছেন, ‘‘এই মরসুমে সেরা ছন্দে রয়েছে বেঞ্জেমা। দুর্দান্ত খেলছে।’’ জ়িদান চান খেতাফের বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে। তিনি বলেছেন, ‘‘খেতাফে দুর্দান্ত খেলছে। আমার মতে, ওদের ফুটবল ইতিহাসে এটাই সেরা মরসুম। আমাদের লক্ষ্য আগের ম্যাচের ছন্দ ধরে রাখা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন