জিদানের নায়ক ফুটবলারেরাই

এই মরসুমে রিয়ালের দুরন্ত সাফল্যের রহস্যটা কী? জিদানের ব্যাখ্যা, ‘‘ফুটবলারদের মানসিকতা ও দুর্দান্ত বোঝাপড়া। ওরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। ফলে একটা দল হিসেবে আমরা খেলতে পেরেছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৩:০৭
Share:

সাফল্য: চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে জিদান। ছবি: গেটি ইমেজেস

রিয়াল মাদ্রিদের বারোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়ার দিনে নয়া কীর্তি জিনেদিন জিদানের। ম্যানেজার হিসেবে পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্পর্শ করলেন আরিগো সাক্কি-কে।

Advertisement

এসি মিলানের ম্যানেজার হিসেবে ১৯৮৮-’৮৯ ও ১৯৮৯-’৯০ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডাবল করেছিলেন সাক্কি। ২৭ বছর পরে কিংবদন্তি ইতালীয় ম্যানেজারের সঙ্গে এক আসনে জিদান। তবে শনিবার রাতে কার্ডিফে য়ুভেন্তাসকে হারিয়ে ডাবল করার পরে রিয়াল ম্যানেজার যাবতীয় কৃতিত্ব দিলেন ফুটবলারদেরই। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে জিদান বলেছেন, ‘‘স্বপ্নের মরসুম শেষ করলাম আমরা। লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম।’’

এই মরসুমে রিয়ালের দুরন্ত সাফল্যের রহস্যটা কী? জিদানের ব্যাখ্যা, ‘‘ফুটবলারদের মানসিকতা ও দুর্দান্ত বোঝাপড়া। ওরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। ফলে একটা দল হিসেবে আমরা খেলতে পেরেছি। ফুটবলাররাই সাফল্যের নেপথ্যে।’’

Advertisement

আরও পড়ুন: বোমাতঙ্কে আহত প্রায় হাজার য়ুভেন্তাস সমর্থক

কার্ডিফে খেলা হওয়া সত্ত্বেও স্থানীয় তারকা গ্যারেথ বেল-কে প্রথম একাদশে রাখেননি জিদান। ভরসা রেখেছিলেন ইস্কো-র ওপরেই। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ উঠতেই রিয়াল ম্যানেজারের জবাব, ‘‘বেল আমাদের সঙ্গে ছিল, সেটাই তো অনেক বড় ব্যাপার।’’ তার পরেই যোগ করেছেন, ‘‘প্রথম একাদশে কারা থাকবে ম্যানেজার হিসেবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে।’’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রাতেই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিয়েছেন, আজীবন রিয়ালের ম্যানেজার হিসেবে থাকতে পারেন জিনেদিন জিদান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement