Rohit Sharma

বিরাটরা যে ৭ অস্ত্রে রুট ‘উপড়ে’ ফেললেন

কিছু দিন আগেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছিল ইংল্যান্ড। এক দিনের ম্যাচে সর্বাধিক রানের রেকর্ডও গড়েছে তারা। কিন্তু, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই কেমন যেন ম্রিয়মান দেখাল জস বাটলার ও বেন স্টোকসদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১০:০৩
Share:
০১ ০৮

কিছু দিন আগেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছিল ইংল্যান্ড। এক দিনের ম্যাচে সর্বাধিক রানের রেকর্ডও গড়েছে তারা। কিন্তু, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই কেমন যেন ম্রিয়মান দেখাল জস বাটলার ও বেন স্টোকসদের। শুধুই কী কুলদীপ-রোহিতের দাপট? না আছে আরও কিছু কারণ, দেখে নেওয়া যাক এক নজরে। ছবি: এএফপি।

০২ ০৮

টস জয়: টসে জিতেই প্রাথমিক কাজটা সেরে ফেলেছিলেন অধিনায়ক বিরাট কোহালি। রান তাড়া করতে সিদ্ধহস্ত ভারত তাই ফিল্ডিং নিতে দ্বিতীয় বার ভাবেননি। ছবি: এএফপি।

Advertisement
০৩ ০৮

অধিনায়ক কোহালি: শুরু থেকেই অধিনায়ক বিরাট কোহালির বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো। দিন দিনই যেন আরও পরিণত হয়ে উঠছেন তিনি। যে ভাবে গুরুত্বপূর্ণ সময় বোলার পরিবর্তন করলেন, তা বিশ্বের অনেক তাবড় অধিনায়কদের তাক লাগিয়ে দেবে। ছবি: এএফপি।

০৪ ০৮

স্পিনের দাপট: ভারতীয় দলের দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালের কোনও উত্তরই ছল না ইংল্যান্ডের ব্যাটসম্যানদে সামনে। দুই রিস্ট স্পিনারের জোড়া আক্রমণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়তে থাকেন রুট-বাটলাররা। ছবি: এএফপি।

০৫ ০৮

অনবদ্য কুলদীপ: সময় যত গড়িয়েছে, ততই ইংল্যান্ডের সামনে ভয়ঙ্কর হয়ে উঠেছেন কুলদীপ। কী ভাবে এই বাঁ হাতিকে সামলাবেন, তার কোনও উত্তরই পাননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ছ’উইকেট নিয়ে একাই বিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন কুলদীপ। ছবি: এএফপি।

০৬ ০৮

ওপেনিং জুটি: কম রান তাড়া করতে হলেও বিষয়টিকে হালকা ভাবে নেননি ভারতের ওপেনিং ব্যাটসম্যানরা। ৩০০-র কম রানের টার্গেট আজকের দিনে তেমন চাপ তৈরি করতে পারে না। সেই সহজ কাজটা আরও সহজ করে দেন দুই ওপেনার শিখর ধওয়ন এবং রোহিত শর্মা। ছবি: এএফপি।

০৭ ০৮

রোহিত-বিরাট জুটি: শিখর আউট হওয়ার পর বাকি কাজটা শেষ করার দায়িত্ব নিয়ে ফেলেছিলেন ভারতীয় দলের এই মুহূর্তে দুই সেরা ব্যাটসম্যান। রোহিত আর বিরাটের জুটি ইংল্যান্ডের বোলারদের ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ দেয়নি।  ছবি: এএফপি।

০৮ ০৮

রোহিত তাণ্ডব: আর সব শেষে বলতেই হবে, রোহিত শর্মার তাণ্ডবের কথা। যে ভাবে ইংল্যান্ডের বোলারদের উপর কর্তৃত্ব করে গেলেন, তাতে যে কোনও রানই কম মনে হতে বাধ্য। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement