Mustafizur Rahman

মুস্তাফিজ়ের টুইট ঘিরে শুরু বিতর্ক

বুধবার লাহৌর উড়ে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছিলেন মুস্তাফিজ়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ০৩:৫৮
Share:

মুস্তাফিজ়ুর রহমান

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বুধবারেই পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এর মাঝেই বাংলাদেশের পেসার মুস্তাফিজ়ুর রহমানের একটি টুইট ঘিরে শুরু হল বিতর্ক।

Advertisement

বুধবার লাহৌর উড়ে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছিলেন মুস্তাফিজ়। সেখানে তিনি লেখেন ‘‘বাংলাদেশ চললাম। প্রার্থনায় মনে রাখবেন আমাদের।’’ এই টুইট প্রকাশ্যে আসতেই শুরু হয়ে বিতর্ক। কারও কারও ধারণা, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেই এই টুইট করেছেন মুস্তাফিজ়। পারিবারিক কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পাঁচ কোচিং স্টাফও যাননি পাকিস্তানে। প্রথমে পাকিস্তানে যেতে রাজি না হলেও দুবাইয়ে সম্প্রতি বৈঠকের পরে ঠিক হয়, পাকিস্তানে যাবেন তামিম ইকবালেরা। পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি, দু’টি টেস্ট ও একটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন