SC East Bengal

রেফারিং নিয়ে তোপ ফাওলারের

বুধবার গোয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন অধিনায়ক ড্যানি ফক্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০৪:৫৫
Share:

—ফাইল চিত্র

এফসি গোয়ার বিরুদ্ধে দশ জনে খেলে ড্রয়ের পরেই রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন রবি ফাওলার। তার পরেই সরকারি ভাবে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল এসসি ইস্টবেঙ্গল। আজ, বৃহস্পতিবার ক্লাবের তরফে চিঠি পাঠানো হবে আইএসএল ও সর্বভারতীয় ফুটবল ফেডারশনকে।

Advertisement

বুধবার গোয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন অধিনায়ক ড্যানি ফক্স। ম্যাচ শেষ হওয়ার পরে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ বলেছেন, ‘‘ওরা দু’জনেই বল দখলের জন্য ঝাঁপিয়েছিল। কেন শুধু ড্যানিকে লাল কার্ড দেখানো হল, বুঝলাম না। আশা করছি, একটি ম্যাচেই ওকে বসতে হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘মনে হচ্ছে, আমরা যেন বারো জনের বিরুদ্ধে খেলছি। আইএসএলে রেফারিংয়ের মান খুবই খারাপ।’’ তিনি যোগ করেছেন, ‘‘সব সময় রেফারির সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধেই যাচ্ছে। আমরা দশ জনে লড়াই করেছি বারো জনের বিরুদ্ধে।’’ গোয়ার বিরুদ্ধে বিস্ময় গোলে ব্রাইট এনোবাখারে এগিয়ে দিয়েছিলেন লাল-হলুদকে। দু’মিনিটের মধ্যেই ১-১ করেন গোয়ার দেবেন্দ্র মুরগাওকর। কিছু ক্ষণের মধ্যে ব্রাইট ফের গোল করলেও তা বাতিল করে দেন রেফারি। তাঁর মতে, গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজ়কে ফাউল করেছিলেন সুরচন্দ্র সিংহ। যদিও টিভি রিপ্লে-তে দেখা গিয়েছে, লাল-হলুদ মিডফিল্ডারের পা আকবরের শরীর স্পর্শই করেনি। তার তিনি আহত হয়েছিলেন নিজের দলেরই সেরিটন ফার্নান্দেসের সঙ্গে সংঘর্ষে। বেরিয়ে আসা বল গোলে ঠেলে দিয়েছিলেন ব্রাইট। এই কারণেই বৃহস্পতিবার সরকারি ভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন