বিতর্কে রবিনহো

ইতালির আদালতে তিনি দোষী সাব্যস্ত হলেও রবিনহোকে প্রত্যার্পণ করার কোনও সম্ভাবনা নেই। নিজের দেশের নাগরিকদের অন্য দেশে দোষী সাব্যস্ত হলে ব্রাজিলে প্রত্যার্পণ করার আইন নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৪:১২
Share:

অস্বস্তি: যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার রবিনহোর। ফাইল চিত্র

যৌন হেনস্থার অভিযোগে ন’বছরের জেলের শাস্তি হল রবিনহোর।প্রাক্তন এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারকে ২০১৩ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই শাস্তি দেওয়া হয়। যদিও রবিনহো এই অভিযোগ অস্বীকার করেছেন। শুধু রবিনহোই নন পাশাপাশি আরও পাঁচ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রাজিলে আটলেটিকো মিনেইরো ক্লাবে খেলেন এখন ৩৩ বছর বয়সি রবিনহো। তবে ইতালির আদালতে তিনি দোষী সাব্যস্ত হলেও রবিনহোকে প্রত্যার্পণ করার কোনও সম্ভাবনা নেই। নিজের দেশের নাগরিকদের অন্য দেশে দোষী সাব্যস্ত হলে ব্রাজিলে প্রত্যার্পণ করার আইন নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement