Sports News

ইউএস ওপেনের শেষ আটে ফেডেক্স

বিখ্যাত ফোরহ্যান্ড থেকে ট্রেডমার্ক ব্যাকহ্যান্ড প্রতি বিভাগেই এ দিন নিখুঁত ছিলেন ফেডেক্স। মরসুমের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য তিনি যে বদ্ধপরিকর তার প্রমাণ ছিল ফেডেরারের খেলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১২
Share:

রজার ফেডেরার। ছবি: সংগৃহীত।

অপ্রতিরোধ্য রজার ফেডেরার। মঙ্গলবার ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মান প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সুইস কিংবদন্তি। রজারের পক্ষে খেলার ফল ছিল ৬-৪, ৬-২, ৭-৫।

Advertisement

এ দিন আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় সুইস তারকাকে। বিখ্যাত ফোরহ্যান্ড থেকে ট্রেডমার্ক ব্যাকহ্যান্ড প্রতি বিভাগেই এ দিন নিখুঁত ছিলেন ফেডেক্স। মরসুমের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য তিনি যে বদ্ধপরিকর তার প্রমাণ ছিল ফেডেরারের খেলায়।

আরও পড়ুন: এনবিএ-কেও টেক্কা দিচ্ছে আইপিএল

Advertisement

আরও পড়ুন: আইপিএল-এর মিডিয়া স্বত্ব এ বার স্টার ইন্ডিয়ার

এ দিন ম্যাচের প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন জার্মান প্রতিপক্ষ ফিলিপকে। দ্বিতীয় সেটেও নিজের ফর্ম ধরে রাখেন সদ্য উইম্বলডন জয়ী তারকা। প্রায় দাঁড় করিয়ে দ্বিতীয় সেটে কোলশ্রাইবারকে উড়িয়ে দেন রজার। দ্বিতীয় সেট শেষ হয় ৬-২ গেমে। দ্বিতীয় সেটে রজারের বেশ কয়েকটা ব্যাকহ্যান্ড নিশ্চয় গ্যালারিতে উপস্থিত দর্শকদের মনে করিয়ে দিচ্ছিল তরুণ ফেডেরারের কথা। টেনিস সার্কিটে যখন পা রেখেছিলেন রজার, তখন এই ধরনের বহু শর্ট মন করে নিয়েছিল টেনিস প্রেমীদের।

তবে, প্রথম দুই সেটে রজারের কাছে হারলেও তৃতীয় সেটে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেন ফিলিপ। তাঁর বেশ কয়েকটা ফোরহ্যান্ড তৃতীয় সেটে নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছিল রজারের। তবে, রজারকে হারানোর জন্য ফিলিপের কৌশল যথেষ্ট ছিল না। ৭-৫ ব্যবধানে তৃতীয় সেট জিতে নেন সুইস কিংবদন্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন